আমাকে খুজে আমি পাই
লিখেছেন লিখেছেন আজ কিছু ০৭ মে, ২০১৪, ১০:৪৩:২৮ রাত
আমার নিজের সম্পর্কে বলার তেমন কিছু নেই ...।আমি কেমন??ভাল না খারাপ??জানিনা ...আসলে কোন মানুষই কখনো পরিপূর্ণ ভাবে ভাল হতে পারেনা...তাই এই টুকু বলতে পারি খুব ভাল আমি না আবার খুব খারাপও না । সপ্ন দেখতে ভালবাসি ...।খুব বেশি বাস্তববাদী কিন্ত আবেগ কে যে সবসময় পাশ কাটিয়ে চলে যাই তা নয় । দুটোকে পাশাপাশি নিয়ে চলতে চেষ্টা করি ...।সবসময় যে পারি সেটা না ...।১ জন বিবেক সম্পন্ন মানুষ হতে চাই কারন বিবেক ছাড়া মানুষ মানুষই না।দেশকে কিছু দিতে চাই ......যতটুকু তার থেকে পেয়েছি তার থেকে অনেক বেশি ...জানিনা কতটুকু পারব কিন্ত আমি চেষ্টা করব ...আমার পরিবার কে আমি অনেক ভালবাসি..জীবনে চলার পথে ...ঠিক কে ঠিক আর ভুল কে যেন ভুল বলেই ভাবতে পারি...এই ক্ষমতা টুকু যেন সৃষ্টিকর্তা আমাকে দেন ...তার কাছে এটাই আমার চাওয়া ...। <3 <3 বন্ধুত্ব কখনও একদিনে তৈরি হয়না ।অনেক আবেগ,কিছু সূক্ষ্ম সূক্ষ্ম অনুভুতি,ভালোলাগা- ভালোচাওয়া কে কেন্দ্র করে তার সৃষ্টি ।বন্ধুত্ব হবে এমন...অনেক দিন পর দেখা হলেও মাঝের দিন গুলো কখনই বাঁধা হয়ে দাঁড়াবে না । বন্ধুর হাসি মুখটাই সব কিছুকে বদলে দেবে নিমিষেই।আমার অনেক না বলা কথা গুলো বুঝে ফেলবে চোখের ইশারায়......তাকে ব্যাখ্যা করতে হবেনা আমি কি......কেমন......সেই আমার হয়ে আমাকে ব্যাখ্যা করবে.........।। <3 <3 ভালবাসা একটা অভ্যাস এর মত ।সকাল হলেই মনে হবে কি যেন করিনি......কোন সুন্দর কিছু দেখলেই মনে হবে কাকে যেন দেখাইনি...দেখাতে না পারলে অনেক খারাপ লাগবে কিন্ত সে যদি সেটা এক বার দেখে......তার যদি ভালো লাগে তাহলে আমার খারাপ লাগাগুলো জল হয়ে যাবে ।ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সে থাকবে আমার চিন্তায় কিন্ত সে জানবেনা কখনই .........।।
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন