১৪ বছর ধরে তাহাজ্জদ নামাজ কাযা করেন না শামীম ওসমান , কেউ আমারে মাইরালা Cheer Cheer

লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ০৪ মে, ২০১৪, ০৮:৪৯:০০ রাত

বয়স হয়েছে বলে এখন ঠাণ্ডা কথা বলেন তিনি। আল্লাহর রহমতে ১৪ বছর ধরে তিনি তাহাজ্জদের নামাজ (মধ্যরাতের নফল নামাজ) কাযা করেননি। প্রতিদিন ঘুম থেকে উঠে কোরআন পড়েন আবার কোরআন পড়ে ঘুমাতে যান।

ধর্মপ্রাণ শামীম ওসমান তার ইবাদত বন্দেগির ফিরিস্ত তুলে ধরতে গিয়ে এই কথা বলেন। নারায়ণগঞ্জে সাত অপহরণ ও খুনের ঘটনা নিয়ে যখন গণমাধ্যম ও প্রশাসনের তোলপাড়, অনেকে অভিযোগের আঙ্গুল যখন বিশেষ একটা গোষ্ঠীর দিকে তখন সমাবেশ ডেকে নিজের অবস্থান তুলে ধরলেন এমপি শামীম ওসমান।

হত্যার বিচার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি খুনিদের দিকেও স্পষ্ট ইঙ্গিত দেন। এমনকি প্রমাণ হিসেবে খুনের পরিকল্পনার একটি তথাকথিত অডিও রেকর্ডও প্রকাশ করেছেন শামীম ওসমান। মেয়র সেলিনা হায়াত আইভিকে জড়িয়েও নানা কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘ঠাণ্ডা ঠাণ্ডা কথা কই বয়স হইছে বইলা। ১৪ বছর ধইরা আল্লার রহমতে নামাজ কাযা করি নাই। তাহাজ্জতের নামাজও কাযা করিনাই। সকালে কোরআন পইড়া দিন শুরু করি। রাইতে আবার কোরআন পইড়া ঘুমাই। আবার ফজরে উইঠ্যা কোরআন পড়ি।’

চারদলীয় জোট সরকারের আমলের প্রসঙ্গ টেনে শামীম ওসমান বলেন, ‘সবাইরে মাফ কইরা দিছিলাম। যারা ৬টা বছর ধরে আমার বাড়ির ওপর হামলা করেছে ক্ষমতায় আইসা তো আমি তাদের গায়ে একটা টোকাও দেই নাই।’

মেয়র আইভির প্রসঙ্গ টেনে বলেন, ‘১৮ তারিখে (মার্চ) নারায়ণগঞ্জে দুটি জনসভা হয়। তার একটিতে ছিলাম আমি আর অন্যটিতে আইভি। সে তখন বলেছিল, চন্দন শামীমের পা চাটা কুত্তা। এইটা কোনো ভাষা? এই ভাবে কখনো কোনো মানুষ মানুষকে বলতে পারে।’

পত্রিকার উদ্বৃতি দিয়ে শামীম ওসমান বলেন, ‘আজকের প্রথম আলো পত্রিকায় আইভি একটা সাক্ষাৎকার দিয়েছে। সেখানে আইভি তার ভাইদের নাম আগে বলেনি। বলেছে সুফিয়ানের (যুবলীগ কর্মী ও ঠিকাদার) কথা। কারণ সে তার দরদের লোক। তারা দু’জনে মিলে সব রাস্তা-ঘাটের কাজ করে।

সূত্র

বিষয়: বিবিধ

১৩০১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217475
০৪ মে ২০১৪ রাত ০৯:১৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কি আর বলার আছে ভাই শুধু দেখে যাই
০৪ মে ২০১৪ রাত ০৯:৫২
165652
ছিঁচকে চোর লিখেছেন : হুম শুধুই দেখে যান।
217476
০৪ মে ২০১৪ রাত ০৯:২৩
হতভাগা লিখেছেন : আল্লাহই ভাল জানেন শামীম ভাই সঠিক না বেঠিক বলেছেন ।

তার মত আল্লাহ ভক্ত লোকের তো প্রানের ভয়ে জিডি করার কথা না ।
০৪ মে ২০১৪ রাত ০৯:৫৩
165653
ছিঁচকে চোর লিখেছেন : হুম সঠিক কথা বলেছেন।
217481
০৪ মে ২০১৪ রাত ০৯:৩২
ফেরারী মন লিখেছেন : Surprised Surprised Surprised ওমা তাই নাকি?
০৪ মে ২০১৪ রাত ০৯:৫৩
165654
ছিঁচকে চোর লিখেছেন : হুম আপু
217487
০৪ মে ২০১৪ রাত ০৯:৪৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : নতুন কো অলি এদেশে আসে নাই তো? ওসমান অলির কেরামতি কি? কেউ বলেন তাড়াতাড়ি। আমি তার মুরিদ হবো। ইয়া খোদা উঠাইয়‍া নাও, উঠাইয়া নাও...
০৪ মে ২০১৪ রাত ১০:০০
165655
ছিঁচকে চোর লিখেছেন : উনার মুরিদ হলে খালি মানুষ হত্যা করতে হৈবে।
217493
০৪ মে ২০১৪ রাত ১০:১০
চিরবিদ্রোহী লিখেছেন : হয় হয়। রঙিন পানি আর সিদ্ধির সাধনা করলে এমন অনেক কিছুই হয়। Whew! Whew! Whew! Whew! Whew! Whew! Winking) Winking) Winking) Winking) Winking)
217502
০৪ মে ২০১৪ রাত ১০:৪১
বুসিফেলাস লিখেছেন : চোরের দরকার হয় এমন নাটক মার্কা কথা বলার...
217514
০৪ মে ২০১৪ রাত ১১:০৪
লোকমান লিখেছেন : খুবই ভালো কথা
217519
০৪ মে ২০১৪ রাত ১১:১২
সন্ধাতারা লিখেছেন : মানুষের বিবেক বা কলব যখন মৃত হয় তখনই কেবল এসব প্রলাপ সম্ভব।
217551
০৫ মে ২০১৪ রাত ০১:০৯
নীল জল লিখেছেন : শামীমের ফাসি হওয়া উচিত
১০
217558
০৫ মে ২০১৪ রাত ০১:৩৮
আফরা লিখেছেন : যোগ্য নেত্রীর যোগ্য সাগরেদ ।
১১
217564
০৫ মে ২০১৪ রাত ০১:৪৯
স্বপন২ লিখেছেন : শামীম ওসমান, মানুষের মনগড়া আর্দশে বিশ্বাসী।
১২
219502
০৯ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০০
আলোকিত প্রদীপ লিখেছেন : তাহাজ্জুদও কাজা করেনি!! কি পরিমান পরহেজগার বান্দা!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File