এক শর্তে করতে পারি বিয়ে (অসাধারণ রোমান্টিক প্রেমের গল্প) Love Struck Love Struck

লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ২৫ মে, ২০১৪, ০৬:৪৪:৪৫ সন্ধ্যা

- এক শর্তে করতে পারি বিয়ে।

বলেই মেয়ে মুখ ঝামটা দেয়। পাত্রী দেখতে এসেছে পাত্র পক্ষ। আলাপ চারিতার জন্য ছেলে মেয়েকে সুযোগ দেওয়া হয়েছে। মেয়ে সব দিক দিয়েই রাজি, কিন্তু হটাত আবার শর্ত দিচ্ছে।

মেয়ে একটু ঘাড় ত্যাড়া প্রকৃতির। কিন্তু, ছেলের একটু বেশী পছন্দ হয়েছে। এই মেয়েকেই তার বিয়ে করা চাই। তাই,যেই শর্তই দিচ্ছে হ্যা হু করে মেনে নিচ্ছে ছেলে। এখন আবার বিশেষ একটা শর্ত দিতে চাইছে। ছেলে জানতে চায়

- কি শর্ত!

- বিয়ে করতে পারি, কিন্তু অন্তত বিয়ের ২ বছর পর্যন্ত প্রেম করতে হবে। আমার কাছে ধারে আসতে পারবেন না। দূরে দূরে থাকবেন। রাজি থাকলে বলেন।

ছেলের মাথায় হাত। এই সিস্টেম সে কোথা থেকে আবিষ্কার করলো সেটা জানতে চাইলো ছেলে

- এটা আবার কেমন কথা! দূরে দূরে থাকলে বিয়ে করবো কেন?

- ও আপনি বুঝি অমুক হিন্দি সিরিয়াল দেখেন নি! ওরা বিয়ের ২ বছর পর্যন্ত একজন আরেকজনকে বুঝেছে। অমুক সিরিয়ালে ৫ বছর ও ছিল। সারাজীবনের জন্য এতো টুকু ত্যাগ তো করাই যায় তাইনা? নাইলে একজন আরেক জনকে বুঝবো কীভাবে?

পাঠক, এটা একটা সত্য ঘটনা। হিন্দি সিরিয়াল যে শুধু বস্তা পচা তাই ই না, হিন্দি সিরিয়াল চরম অবাস্তব একটা আবহ তৈরি করে নারীর মনে। যা মেয়েদের মধ্যে এই ধরনের মানসিকতা ও তৈরি করে দিচ্ছে। অবাক হচ্ছেন!

আর যারা সারাক্ষন সিরিয়াল দেখে তারা বাস্তব জগতে কমই বিচরন করে। কেউ কেউ নাকি জামার ডিজাইন শিখার জন্য ও সিরিয়াল দেখে, যদিও প্রতিদিন এতো এতো নতুন কাপড় বানিয়ে পড়া সম্ভব ও না।

জীবনটা আসলে সিরিয়াল ও না, সিনেমার গান ও না। গানে যেই আবেগ, সিরিয়ালের দূরে থাকায় যেই রোমান্স , বাস্তব জীবনে তা সুদূর পরাহত। এখানে , দূরে থাকলে, রাগ করলে, ঝগড়া ঝাটি হলে কেউ দুঃখের গান ছেড়ে দিবে না।

একটা কথা ভালোবাসার মানুষ বললে কেউ ষ্টীল পিকের মতো ৫ মিনিট তাকিয়েও থাকবে না। বিভিন্ন এঙ্গেলে ক্যামেরা আকিয়ে বাকিয়ে কেউ বিশেষ আবেগের উত্থানের প্রয়াস ও ঘটাবে না।

এটা বাস্তব জীবন, এখানে দিনে ৩ বেলা ভাত খাওয়ার জন্য মানুষকে কাজে যেতে হয়, রান্না বান্না করতে হয়, আর জীবনের প্রয়োজনেই এক সাথে থাকতে হয়।

সিরিয়ালের মতো সারাদিন একজন আরেকজনের চিন্তায় আকুল হয়ে থাকলে পেটে ভাত জুটবে না। আর সিরিয়ালের মতো বেশির ভাগ মানুষেরই নিশ্চয়ই নবাব জাদার সাথে বিয়ে হবেনা! যে সকালে অফিসে যেতে হবেনা, রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবেনা।

বস্তায় বস্তায় টাকা লাগবে এমন লাইফ স্টাইলের জন্য। কিন্তু আপনার পারিবারিক জীবন সম্পর্কে যে জঘন্য আউট লুক, ঝগড়া ঝাটি, কানাকানি, চোগল খুরী ফ্রি শিখাচ্ছে, এমন অসভ্য সংস্কৃতি পৃথিবীতে কমই আছে। এরচেয়ে , একটা গল্পের পড়লেও সময়টা অপচয়ের হাত থেকে বেঁচে যায়।

বিশেষ করে অবিবাহিত মেয়েরা, যারা টুকটাক সিরিয়াল দেখা ছাড়তে পারছেন না, তাদের মানসিকতা বদলে দিতে পারে সিরিয়াল যে কোন সময়ই। সুতরাং

সাধু সাবধান (পোষ্টি মেরে দিয়েছি। Big Grin

বিষয়: বিবিধ

৭৫২৮৪ বার পঠিত, ৪৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226118
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
আফরা লিখেছেন : পোষ্টা ভালই ।তা কোথা থেকে মেরে দিলেন ভাইয়া ।
বাস্তব আর নাটক সিনেমা এক নয় ।ধন্যবাদ ভাইয়া।
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
173107
ছিঁচকে চোর লিখেছেন : আফরা তুমি আবার তোমার পাত্রকে এসব শর্ত দিবে নাকি? সাবধান তাই Big Grin Big Grin
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
173111
ছিঁচকে চোর লিখেছেন : বোকা মেয়ে। চোর কখনো বলবে যে কোথা থেকে চুরি করেছে।
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
173113
আফরা লিখেছেন : ভাইয়া আপনি চোর হলেও আপনার নীতি ঠিক আছে ।আপনি তো বলেই দিয়েছেন মেরে দিয়েছেন ।তাই মনে করেছিলাম বাকিটুকু বলতেও আপনি দ্বিধা করবেন না । ছিঁচকে চোর@
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
173114
ছিঁচকে চোর লিখেছেন : হ আমি একজন নীতিবান চোর। আমার মত চোরের ঘরে ঘরে থাকা দরকার। তাহলে দেশটা ডেনমার্কের মত উন্নত হয়া যাইবো। Tongue Tongue
৩০ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৯
223493
এস এম আবু নাছের লিখেছেন : সাফওয়ানা জেরিনের পোষ্ট থেকে মেরে দেওয়া। ঠিক? একদম ঠিক। Happy Happy Happy Happy
226119
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
পরিচিত লিখেছেন : বাস্তবতার আলোকে সময় উপযোগি,শিক্ষনীয় দূত মনে পড়ছে না At Wits' End At Wits' End আপনার নিকের মত বাংলা অভিধান থেকে কিছু উপমা চুরি করে নিয়ে আসি পরে আরেক সময় বলব -- পোষ্ট টির প্রশংসার জন্য-- ধন্যবাদ থাকল তাই--
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
173108
ছিঁচকে চোর লিখেছেন : চুরি চুরির মাল ভাই এটা। পড়েছেন ধন্যবাদটা তাকে দিন যে কষ্ট করে লিখেছে। নামটা যে চোর আমার তাই মাঝে মাঝে দুই একটা লেখা চুরির থাকবে এটা স্বাভাবিক। Big Grin Big Grin Big Grin
226120
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাই এই সিরিয়াল কবে জানি বলে বসে বিয়ের আগে বাচ্চা তার পর বিয়ে Tongue Tongue
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
173109
ছিঁচকে চোর লিখেছেন : হাহাহাহা দারুণ বলেছেন। এটা বেসম্ভব কিছু না। Rolling on the Floor Rolling on the Floor
226122
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
দুষ্টু পোলা লিখেছেন : আফরা লিখেছেন : পোষ্টা ভালই ।তা কোথা থেকে মেরে দিলেন ভাইয়া ।
বাস্তব আর নাটক সিনেমা এক নয় ।ধন্যবাদ ভাইয়া।
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
173110
ছিঁচকে চোর লিখেছেন : চোর দেখি দুনিয়ায় আরো আছে। এই ভাবে আফরার করা মন্তব্য চুরির অর্থ কি? Worried Worried Frustrated Frustrated
226126
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আহ!! এমন দিন কবে আসবে। পাত্রী দেখতে যাবো। একা একা দুজনে মিলে মনের কথাগুলো শেয়ার করবো। তবে প্রথমে আমি তাকে জিজ্ঞেস করবো বিয়ের পর কতটুকু ভালোবাসবে আমায়। উত্তর মনের মত হলেই কেবল .....
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
173121
ছিঁচকে চোর লিখেছেন : Love Struck Love Struck Love Struck ওলে ওলে ওলে খাইছেলে
226134
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
আতিক খান লিখেছেন : লাভ নেই ভাই। সিরিয়াল নিয়ে কিছু বলতে গেলে ঘরে ঘরে যুদ্ধ লাগার সম্ভাবনা। শুধু হিন্দি না,বাংলাও। জি বাংলা আর স্টার জলসা ও একই। আজকাল বাংলাদেশী চ্যানেল ও এগুলোকে নকল করা শুরু করেছে, কই যাই!
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
173127
ছিঁচকে চোর লিখেছেন : একদম সত্যি কথা বলেছেন। গৃহযুদ্ধের চেয়ে ঘর যুদ্ধ অতি খারাপ।
226135
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
বিন হারুন লিখেছেন : দেশের সব চোর যদি এভাবে বিনোদন দিতে পারতো. তাহলে দেশটা কতইনা সুন্দর হতো. Day Dreaming
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
173129
ছিঁচকে চোর লিখেছেন : সেইজন্যই তো বলি আমি একজন নীতিবান চোর। আমার মত চোরের ঘরে ঘরে থাকা দরকার। Big Hug Big Hug
226148
২৫ মে ২০১৪ রাত ০৮:০১
ভিশু লিখেছেন : অপসংস্কৃতি কিভাবে গ্রাস করছে আমাদের!
২৫ মে ২০১৪ রাত ০৮:১৫
173142
ছিঁচকে চোর লিখেছেন : গ্রাস করেছে তো বটেই কয়দিন পর দেখবেন সবাই শ্যাষ।
226149
২৫ মে ২০১৪ রাত ০৮:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাইয়া ভুল বুঝিস না...........
২৫ মে ২০১৪ রাত ০৮:১৫
173143
ছিঁচকে চোর লিখেছেন : Crying Crying Crying Crying
১০
226164
২৫ মে ২০১৪ রাত ০৮:২৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : চুরি করছেন তো বেশ ভালই করছেন- বুঝালাম। কিন্তু আমাগো পিয়ারে পিয়ার হিন্দু সিরিয়াল নিয়ে আপনের এসব কোন ধরনের গ্যাঞ্জাম লাগাই দিতে চান? আপনে জানেন হিন্দু সিরিয়াল দেইখ্যা আমাগো জাতির কত উন্নতি অইতেছে? আমাগো বেডিরা এসব দেইখ্যা কাপড় চোপড়ে মিতব্বয়ী তালিম নিচ্ছে। সল্প বসে থাকনের প্রেক্টিস নিচ্ছে। এর ফলে খরচে সাশ্রয়ী হওন যাচ্ছে। বিয়ের পরে স্বোয়ামীর সাথে বনি বনা না হলে পূর্বের বয়ফ্রেন্ডের সাথে কিভাবে সম্পর্ক পূনঃরায় তৈরী করা যায় তার প্রশিক্ষণ নিচ্ছে। সংসারে শাশুড়ী, ননদ, নন্দশদের মাথার চুল চিড়ে কিভাবে রশি বানানো যায় তার প্রশিক্ষণ নিচ্ছে। আপনে জানেন বাজারে রশ্মির দাম কত? এর ফলে পরিবারে কারো ফাসিতে ঝুলে আত্মহত্যা খায়েশ জাগলে বাজার থেইক্যা পয়সা খরচ করে নতুন ভাবে রশ্মি কিনতে হবে না।
চোর মশাই! এত্তোগুলান ভালা ভালা প্রশিক্ষণ দিয়ে আমাগো বিডেদের জাতে তুইলবার মহান দায়িত্ব নিয়েছে হিন্দু সিরিয়ালওয়ালারা! আর আপনেরা আছেন হেতেরগোর বিরোধীতায়? যত্তসব গ্যাঞ্জাম!
২৫ মে ২০১৪ রাত ০৮:৩০
173145
ছিঁচকে চোর লিখেছেন : স্যরি গ্যঞ্জাম সাব। আমি এত্তু কিছু ভাইব্বা চুরি করিনি। বোঝেন তো চুরের মাল কাড়া আর আকাড়া। Big Grin Big Grin Big Grin Big Grin
১১
226191
২৫ মে ২০১৪ রাত ০৯:১৬
হতভাগা লিখেছেন : ভারতীয় হিন্দি , বাংলা সিরিয়াল শুধু নারীরা দেখবে সেটা ঠিক না । আমার মতে পুরুষদেরও তা দেখা উচিত । কারণ এসব সিরিয়ালে শুধুই কূটনামী শেখায় এবং এখান থেকে শেখা কূটনামী শিখে স্ত্রীরা তাদের স্বামীর সংসারে প্রয়োগ করে ।

সারাদিন বাইরের কাজে ইনভলভ স্বামী বাসায় এসে স্ত্রীর কূটনামীতে কোন ভাবেই সুবিধা করতে পারে না ।

কোন কথা কি এঙ্গেলে বললো , আবার কোন কথায় মাইন্ড করলো বা কি বলে কি বোঝাতে চাইলো , সংসারের কার সাথে কার ঝামেলা বাঁধিয়ে দিল বা স্বামীর সাথে তার আপনজনদের সম্পর্ক শীতল করে দিল - ভারতীয় সিরিয়াল দেখে এসব কূটনামী ও চুকলিবাজি স্ত্রীরা হর হামেশাই করে থাকে ।

ব্রিলিয়ান্ট রেজাল্ট , দূর্দান্ত ক্যারিয়ার , পশ চাকরি এবং অঢেল টাকাও কোন ম্যাচ না স্ত্রীদের এইসব কূটনামীর কাছে । কারণ এসব কূটনামী করে স্ত্রী সংসারে তার ছড়ি ঘোরায় এবং সবসময়ই স্বামীর কাছে সংসারকে একটা অশান্তির জায়গা বানিয়ে রাখে । সংসারে যদি অশান্তি থাকে তাহলে তার আর কোন জায়গাতেই শান্তি আসে না ।

তাই স্বামীদের তাদের স্ত্রীদের এইসব কূটনামী ও চুকলিবাজী বুঝতে ও ধরতে অবশ্যই ভারতীয় সিরিয়াল দেখতে হবে ।
২৫ মে ২০১৪ রাত ০৯:২৯
173165
ছিঁচকে চোর লিখেছেন : ‌একদম কারেক্ট বলেছেন। লন গোলাপটি আপনার জন্য Rose
১২
231957
০৭ জুন ২০১৪ রাত ০৮:২৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভাই সুন্দর পোস্ট দিলেন। মানুষ হিন্দি সিরিয়াল দেখতে গিয়ে জীবনের আসল লাইন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে তার খেয়াল নেই

ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য
১০ জুন ২০১৪ দুপুর ০১:১২
179858
ছিঁচকে চোর লিখেছেন : ধন্যবাদ দিন তাকে যে এত সুন্দর করে লিখেছে। Love Struck Love Struck
১৩
233228
১০ জুন ২০১৪ দুপুর ০১:০৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ভাবনার বিষয়। ডেইলী সোপ খ্যাত এসব সিরিয়ালে আসক্ত হয়ে অনেক ভাল মেয়েও মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে।
১০ জুন ২০১৪ দুপুর ০১:১২
179859
ছিঁচকে চোর লিখেছেন : চরম সত্য কথা বলেছেন জনাব ওহিদ সাহেব।
১৪
239174
২৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১২
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : আজো কি চুরির অভ্যাসটা ছাড় গেল না ? ভালো হবেন কবে আর ?
২৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
185626
ছিঁচকে চোর লিখেছেন : ভালো হতে চাই কিন্তু পারি না। আর আমি চোর হলেও মানুষ ভালা। নিচে বলা আছে যে এটা চুরির মাল। Tongue Love Struck
১৫
239179
২৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২১
সাদামেঘ লিখেছেন : ভাই চুরি ছেড়ে এবার ভালো হয়ে যান আর নিজে কিছু করেন!
ধন্যবাদ সত্যকে সুন্দর ভাবে তুলে ধরার জন্য
২৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
185627
ছিঁচকে চোর লিখেছেন : করতে চাই কিন্তু এই চুরির জামানায় ভালো হয়ে লাভ নেই। তাই বাধ্য হয়েই জেনেবুঝে চুরি করি। Worried Worried
২৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
185629
সাদামেঘ লিখেছেন : তাই?
১৬
239181
২৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
জোনাকি লিখেছেন : সাফোয়ানা জেরিনের লেখা বোধহয় এটি, ওর নাম দেয়া উচিত ছিল, তাইনা?
২৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
185628
ছিঁচকে চোর লিখেছেন : লেখাটা কার জানি না । চুরির মালে আবার নামধাম তবে শেষে লেখা আছে চুরির মাল খেয়াল করেননি বোধহয়। Worried Worried সাফওয়ানা জেরিনের লেখা হলে এত দেরিতে সে কেনো পাবলিশ করলো বুঝলাম না। আমি করলাম ২৫ মে আর সে করলো ২৬ জুন। বিষয়টা কেন যেন গড়বড় লাগছে। Crying Crying Crying
২৬ জুন ২০১৪ রাত ০৯:১৮
185655
জোনাকি লিখেছেন : হু তাইতো।Rolling Eyes
১৭
239232
২৬ জুন ২০১৪ রাত ১১:০৬
সাফওয়ানা জেরিন লিখেছেন : বাহ! ব্লগে লেখা চুরি অবশ্য হয়। সমস্যা নাই। এটা আমার লেখা তার প্রমাণ একটা অবশ্য আছে। ছিঁচকে চোর ভাই যদি আমার ফেবু ওয়ালের আগে এটা অন্য কোথাও প্রকাশ হয়েছে দেখাতে পারেন, তাহলে আমার নাম থেকে জেরিন মুছে দিবো
২৬ জুন ২০১৪ রাত ১১:২৬
185709
ছিঁচকে চোর লিখেছেন : আমি কিন্তু কোথাও বলিনি যে লেখাটা আমার। আমি প্রথম থেকে স্বীকার করে আসছি যে লেখাটা চুরির মাল। Big Grin Big Grin Big Grin
১৮
239234
২৬ জুন ২০১৪ রাত ১১:১৪
১৯
239235
২৬ জুন ২০১৪ রাত ১১:১৫
সাফওয়ানা জেরিন লিখেছেন : উপরের ছবির স্ক্রিন শটে মে ১৩ তে আরেকটা ব্লগে পাবলিশ করেছিলাম। কেউ একটা লেখা একজায়গায় না দিলে এটা তার লেখা হবেনা, এটা কেমন মানসিকতা!
২৬ জুন ২০১৪ রাত ১১:৩০
185710
ছিঁচকে চোর লিখেছেন : আমি কিন্তু কোথাও বলিনি যে লেখাটা আমার এবং লেখাটা আপনারও নয়। শুরু থেকেই বলে আসছি যে লেখাটা মেরে দিয়েছি। কিন্তু এতদিন পর পাবলিশ করায় শুধু এটুকু বলেছি যে গড়বড় লাগছে। গড়বড় লাগা মানেতো এটা নয় যে লেখাটা আপনার নয়। Frustrated Frustrated
২৯ জুন ২০১৪ দুপুর ০৩:১৫
186220
ইমরান ভাই লিখেছেন : হা হা হা হা............চোর ধরা খাইছে..........Tongue Tongue Rolling on the Floor Rolling on the Floor
২০
240503
০১ জুলাই ২০১৪ দুপুর ১২:০১
সাফওয়ানা জেরিন লিখেছেন : সাফওয়ানা জেরিনের লেখা হলে এত দেরিতে সে কেনো পাবলিশ করলো বুঝলাম না। আমি করলাম ২৫ মে আর সে করলো ২৬ জুন। বিষয়টা কেন যেন গড়বড় লাগছে। জানার পরেও এই তর্ক করলেন তাই প্রমাণ দিলাম। বেশী কিছু না
০১ জুলাই ২০১৪ দুপুর ০১:১৫
186625
প্রেসিডেন্ট লিখেছেন : লেখাটি আপনার তা তো উনি মেনেই নিয়েছেন। পোস্টের নীচেও কৌতুকচ্ছলে বলেছেন- লেখাটি মেরে দিয়েছি।

ভাল লেখা বেশি শেয়ার হলে সমস্যা কোথায়? অবশ্য আপনার নাম উল্লেখ করলে উত্তম হতো বৈকি!
এ নিয়ে আর কথা না বলাটাই কি সঙ্গত নয়?
০১ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩১
186744
ছিঁচকে চোর লিখেছেন : প্রেসিডেন্ট ভাইয়ের সাথে সহমত। এটা নিয়া এত মাতামাতি করার কি আছে। এই পোষ্টের যত ক্রেডিবিলিটি সবই তো আপনার। Broken Heart Broken Heart আই লাভ ইউ জেরিন। Love Struck Love Struck
২১
254733
১৫ আগস্ট ২০১৪ রাত ১১:৫৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File