আমাদের মতো মুসলিম দেশে অসম্ভব !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ২৫ মে, ২০১৪, ০৭:১৭:৩০ সন্ধ্যা

আমাদের দেশের নারীরা মাসজিদে গিয়ে জামাতে পাচ ওয়াক্ত নামাজ পড়বে এটা কল্পনাও করা যায় না ! যেখানে নারীদের নিরাপত্তা নেই,সম্মান নেই নারীদের প্রতিনিয়ত নানা হয়রানীর শিকার হতে হয় । পুলিশের কাছে অভিযোগ করলে উল্টো হয়রানী ও বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে হয় ।

অথচ একটি অমুসলিম দেশে আজ নারীরা দিনের পর দিন বছরের পর বছর খুব সম্মানের সাথে নিরাপদভাবে মাসজিদে এসে জামাতে নামাজ আদায় করছেন সত্যিই এসব নারীরা সুভাগ্যবান ।

বৃটেনের মতো একটি দেশ যারা বিশ্বকে শাসন করছে সেই দেশের মুসলিম নারীরা মাসজিদে গিয়ে নামাজ পড়েন ! বৃটেনের মুসলিম নারীরা বোরকা,নিকাব ও হিজাব পড়ে খুব নিরাপদেই চলছে যা আমাদের মতো মুসলিম দেশে সম্ভব হবে না !

সংখার বিচারে বৃটেনে খৃষ্টানদের পরই মুসলমান অথচ এখানকার মুসলিম নারীরা কতো সুন্দরভাবে ইসলামী অনুশাসন মেনে চলছে বিশেষ করে যারা ইসলাম পালন করে খুব সুন্দরভাবেই করতে পারে কেউ তাদের বাধা দেয় না ! আজ আমাদের দেশে বোরকা,হিজাব ও নেকাব পরলে নানান ঝামেলাই পড়তে হয় নারীদের তিরস্কার করা হয় খারাপভাবে তাদের উপস্থাপন করা হয় ।

বৃটেনের মাসজিদগুলোতে মহিলাদের জন্যে আলাদা নামাজের খুব সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে একজন নারী চাইলে খুব নিরাপদেই মাসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারেন । যারা ইসলামকে মানে তাদের জন্যে ধর্ম পালন করা খুব সহজ । আমাদের দেশের নারীরা চাইলেও সম্ভব নয় !

.......এম.এ.মামুন.........

বিষয়: বিবিধ

৩৩৩৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226136
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
দুষ্টু পোলা লিখেছেন : Clown Clown Clown Don't Tell Anyone Don't Tell Anyone
226144
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
ভিশু লিখেছেন : না, এখানেও সম্ভব হচ্ছে তো!
২৫ মে ২০১৪ রাত ১০:১৫
173174
মামুন আব্দুল্লাহ লিখেছেন : কোথায় শুনলাম না তো ?
226147
২৫ মে ২০১৪ রাত ০৮:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুইএক দিন আগেও ফেসবুক এ একজন শেয়ার করেছেন যে মেয়েদের মসজিদে যাওয়া নাকি কুফরি!!!!
এই ধরনের ফালতু ফতোয়াবাজদের দেশে এই চিন্তা করাও কঠিন।
২৫ মে ২০১৪ রাত ১০:১৮
173175
মামুন আব্দুল্লাহ লিখেছেন : যারা না জেনে না বুঝে মন্তব্য করে তারাই বলে কুফরি !
অনেক ধন্যবাদ ভালো থাকুন ।
226187
২৫ মে ২০১৪ রাত ০৯:০৭
শাহ আলম বাদশা লিখেছেন : এই ফতোয়াবাজদের শায়েস্তাকরতে পারলেই উন্নতি হবে--- এককথায় চমৎকার!!
২৫ মে ২০১৪ রাত ১০:১৪
173173
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ । ভালো থাকুন । শুভ কামনা
226842
২৭ মে ২০১৪ রাত ০৪:৫১
প্যারিস থেকে আমি লিখেছেন : আসলে মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়ার সাথে যে নিরাপত্তার বিষয়টি জড়িত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File