,ঈদের খুশি, ( একটি কবিতা)
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৭ জুন, ২০১৯, ০৮:১১:৫৮ রাত
,ঈদের খুশি,
---আল মামুন
ঈদ আনে মানব প্রীতি
ঈদ আনে খুশি,
বছর ঘুরে দুবার আসে
সৌহাদ্যের এই প্রীতি।
ঈদ মোবারক ঈদ মোবারক
বার্তা পৌছে দাও,
ধনী গরীব একই সাথে
ঈদ গায়ে যাও।
আত্মীয় আর বন্ধুদের
ঘরে ঘরে যাও,
গবীর দুখীর সাথেও তোমরা
হাতটা মিলাও।
ফিদিয়া জাকাত ফিতরাসহ
ঈদের আগেই দাও,
গরীব দুখীর ঈদটাকেও
খুশিতে মাতাও ।
ঈদের খুশি ছড়িয়ে দাও
ঘরে ঘরে আজ,
অসংগতি থাকলেও কিছু
দানের হাতটা বাড়াও।
দান করিলে কমেনা ধন
কমেনা সম্পদ,
দানের টাকায় গরীব দুখী
করবে তাদের ঈদ ।
ঈদের দিনে পণ করো
থাকবে মিলে সবাই,
হানাহানি প্রতিহিংসা
ধম্ভটা কমাও।
অহংকার আর জুলুমটাও
ছেড়ে আসো আজ,
ঈদের দিনে এটাই মোদের
আনবে খুশির আমেজ ।
০৪ই জুন,২০১৯ইং
লন্ডন,যুক্তরাজ্য।
বিষয়: বিবিধ
৮০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন