বিদায় বিদায় মাহে রমজান
লিখেছেন লিখেছেন মুন্সী কুতুবুদ্দীন ০৬ জুন, ২০১৯, ০৫:২৬:৩২ বিকাল
বিদায় বিদায় মাহে রমজান,
আবার এসো হে প্রিয় মাহে রমজান।
.
রমজান মাস ছিল কুরআন নাযিলের,
মুমিন হৃদয়ে তাকওয়া হাসিলের।।
.
রমজান রমজান রমজান,
কুরআনের মাস ছিল রমজান।
কুরআনের মাস তাই আমরা সবাই
কুরআন বুঝে পড়েছি,
কুরআনের আইন দিয়ে চালাবো জীবন
দীপ্ত শপথ করেছি।।
.
রমজান রমজান রমজান
তাকওয়ার মাস ছিল রমজান।
তাকওয়ার মাস তাই আমরা সবাই
আল্লাহকে ভয় করেছি।
তাকওয়া পথে চলেছি অবিরাম
তাকওয়া দিয়ে হৃদয় ভরেছি।।
.
সিয়ামের মাস ছিল রমজান
কিয়ামের মাস ছিল রমজান
.
সিয়ামেরমাস ছিল তাই আমরা সবাই,
সারাদিন রোজা করেছি।
কিয়ামেরমাস ছিল তাই আমরা সবাই
রাত জেগে নামাজ পড়েছি।।
.
তাকওয়ার শিক্ষা দিয়ে রমজান,
কুরআনের সমাজ গড়ার রেখে আহবান।
বিদায় নিয়ে গেল মাহে রমজান,
বিদায় বিদায় মাহে রমজান।।
.
ফিরে এসো আবার হে মাহে রমজান,
বিদায় জানাই রেখে এই আহবান।
বিদায় বিদায় মাহে রমজান,
আবার এসো হে প্রিয় মাহে রমজান।।
বিষয়: বিবিধ
৮০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন