পরেনা চোখের পলক কি তোমার রুপের ঝলক গানটির সুরে রচিত দোহাই লাগে বোনেরা আমার ইসলামিক প্যারেডী গান ৩
লিখেছেন লিখেছেন মুন্সী কুতুবুদ্দীন ০৬ নভেম্বর, ২০১৬, ০৬:২৩:২২ সকাল
দোহাই লাগে বোনেরা আমার ইসলামী পর্দা করো
পর্দা করে নেকাব দিয়ে তোমারই মুখটি ঢাকো।
নইলে দোযখে যাবে আগুন তোমায় খাবে
ঠেকাতে পারবে নাকো।।
.
রুপের ঝলক যতই থাকুক তোমার সারা অংঙ্গে
একা একা কবরে যাবে কেউতো যাবেনা সঙ্গে।
সারা অঙ্গ কাটবে তোমার সাপ আর বিচ্ছুতে
আযাব শুধু বেড়েই যাবে কমবে না কিচ্ছুতে।। ঐ
.
টিভি সিনেমা আর দেইখো না
আমলনামায় গুনাহ আর লেইখো না।
ইলিক ঝিলিক কিরণ মালা
স্টার জলসা জী বাংলা।।
.
আর দেইখো না হিন্দী সিনেমা হিন্দী ছবি হিন্দী সিরিয়াল
নষ্ট হবে চরিত্র তোমার ভাঙবে সংসার আর পুরবে কপাল
আর দেইখো না হিন্দী সিনেমা হিন্দী ছবি হিন্দী সিরিয়াল
ধ্বংস হবে ঈমান তোমার ভাঙবে সংসার আর পুরবে কপাল
.
দোহাই লাগে ঐ সব থেকে এখনই বিরত থাকো
নইলে দোযখে যাবে আগুন তোমায় খাবে ঠেকাতে পারবেনাকো।। ঐ
বিষয়: বিবিধ
১৯২০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন