বিকৃত যৌন অপরাধে আইনের প্রয়োগ খুব জরুরি !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১১ এপ্রিল, ২০১৯, ১০:০০:৫৮ রাত

আমরা হয়তো জাতি হিসেবে শিক্ষিত হতে পেরেছি;কিন্তু এখনো বিবেকবান হতে পারিনি,কেননা বিবেকবান হতে শিক্ষার প্রয়োজন নেই,যদি বিবেকবান হতে শিক্ষার প্রয়োজন হতো তাহলে শিক্ষক তার শিক্ষার্থীকে ধর্ষন করতো না ! মা তার সন্তানকে পরকীয়ার জন্যে মেরে ফেলতেন না। স্ত্রী তার স্বামীকে,স্বামী তার স্ত্রীকে হত্যা করতে পারতেন না।

প্রেমিক তার প্রেমিকাকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিতেন না ।

গণপরিবহনে নারীদের ধর্ষণ করে রাস্তায় ছুড়ে ফেলা বর্তমানে একটা বিকৃত সংস্কৃতিতে রূপ নিয়েছে ।

তবে শিক্ষক দ্বারা ছাত্রী নিগ্রহের হারটা আশংখাজনক হারেই বেড়ে চলছে ! বিকৃত যৌনচর্চা ও বিকৃত অপরাধগুলো মনে হয় এখন করা সবচেয়ে সহজ কাজ !

তার বড় কারন অপরাধী অপরাধ করেও সাজা পাচ্ছেন না! দ্বিতীয়ত: অপরাধী অপরাধ করার সাহস পায় যখন দেখে তার সমানেই অনেকে বিকৃত যৌন অপরাধ করেও অবাধে চলছে ।

মূলত: যারা ভিকটিম তারা বিচার পাচ্ছেন না;বরং প্রতিনিয়ত হয়রানি ও ভয়ভীতির সম্মূখীন হচ্ছেন !

আইনের শাসন ও ন্যায়বিচার অন্তত: বিকৃত যৌন অপরাধগুলোর ক্ষেত্রে খুব কঠোর হওয়া প্রয়োজন ।

এক্ষেত্রে দল,মত,জাতি,ধর্ম ও বর্ণ নির্বিশেষে আইনের উর্ধে থেকে সকলকে সমান চোখে দেখলে দেশে এ ধরনের অপরাধ কমে আসবে আমাদের সমাজে ।

যদিও কঠোর আইন করলেও একেবারেই যে এসব বিকৃত যৌন অপরাধগুলো বন্ধ হবে তা;কিন্তু নয়,অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে । তবে এখন ধর্ষন ও অন্য সব বিকৃত অপরাধগুলো অকেবারেই অসহনীয় পর্যায়ে চলে গেছে !

আইনের চোখে যেদিন সকল অপরাধী সমান বলে গণ্য করা হবে সেদিন থেকেই কমে আসবে বিকৃত যৌনচর্চাসহ সকল ধরনের অপরাধ,তা না হলে;বরং আরো বাড়বে কমবে না ।

“কারন অপরাধী যখন অপরাধ করে প্রশ্রয় পেয়ে যায় তখন সে দ্বিতীয়বারও একই কাজ করতে দ্বিধাবোধ করে না”

সাম্প্রতিক বছরগুলোতে এ পর্যন্ত বিকৃত যৌন লালসার শিকার হয়ে মৃত্যু বরণ করেছে হাজারো নারী ও শিশু ।

আইনের শাসন নিশ্চিত হলে বন্ধ হবে এসব বিকৃত অপরাধগুলো !

আমাদের প্রত্যাশা আইনের চোখে সকলকে সমানভাবে গণ্য করে সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত !

——আল মামুন

লন্ডন,১১ই এপ্রিল,২০১৯ইং

বিষয়: বিবিধ

৯০৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386595
১২ এপ্রিল ২০১৯ দুপুর ১২:০১
হতভাগা লিখেছেন :
এসব বিকৃত যৌন অপরাধের আসল কারণ হল - বাল্য বিবাহকে নিষিদ্ধ করে দিয়ে বাল্যপ্রেমকে প্রমোট করা,উস্কানী দেওয়া, পেট্রোনাইজ করা এবং এর জন্য সব ধরনের বন্দোবস্ত করে দেওয়া।
১৮ এপ্রিল ২০১৯ সকাল ০৫:৩৯
318370
মামুন আব্দুল্লাহ লিখেছেন : সহমত ! মন্তব্যের জন্যে ধন্যবাদ । ভালো থাকুন । শুভ কামনা ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File