''রবের পূজা'' (একটি কবিতা)
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ২৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:২০:১৮ বিকাল
'' রবের পূজা''
মানব পূজা নয়রে যুবা
এ ধরাতে নয়,
এ ধরাতে একমাত্র
রবের পূজা-ই হয় !
রবের পূজা করলে যুবা
আসে বাঁধা শত,
তারপরেও করতে হয়
রবের পূজাই যতো ।
মানব পূজা করলে যুবা
বাড়ে অশান্তি,
রবের পূজাতেই আছে যুবা
যতো সব শান্তি।
_____এম. এ. মামুন
সময়কাল: ২৪ শে ডিসেম্বর,২০১৯ই
( সকলের জীবন সুন্দর হোক এটাই কামনা, এ বছরটা দেখতে দেখতে শেষ হয়ে গেলো। আগামী বছরগুলো যেন মহান আল্লাহ তায়ালা আমাদের আরো সুন্দর করে চলার তৌফিক দান করেন। আমীন ! )
বিষয়: বিবিধ
৭০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন