'' মা দিবসে, সকল মায়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালবাসা '' '' মা ''
লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ১১ মে, ২০১৪, ০৫:০৮:২৮ সকাল
'' অনেক দূরে আছো মা'গো,পড়ছে তোমায় মনে,
কেঁদে মা'গো বুকটা ভাসাই,জল রেখে চোখের কোণে......
দূরে থেকেও বুঝতি তুই মা,আমার মনের কথা,
কাছে থেকেও বুঝিনি মা,তোর মনে কি ব্যাথা.......।
যখন আমি কাজের ফাঁকে,যেতাম একটু দূরে,
সন্ধ্যা হলে চিন্তা করিস,এখনো যে আমার খোকা
ফিরলো না যে ঘরে,প্রদীপ জ্বেলে দাঁড়িয়ে থাকিস পথের দ্বারে...
এমন ভালবাসা মা'গো ,কার ভাগ্যে জুটে,
তোমার মত মা যার আছে সেই হয়তো বুঝে..........।
তোর কোলে মা জন্ম দিয়ে করলে আমায় ঋণী,
জীবন দিয়েও শোধ হবে না মা'গো তোমার ঋণ.......
খোদার কাছে বারে বারে, করি আমি দোয়া,
মা কে যেনও আমার আগে,না নেয় হে খোদা...........
মা'গো তোর এই অবুঝ ছেলে,বারে বারে অনেক দেয় কষ্ট,
দূর থেকে আজ চাইছি ক্ষমা,মা'গো মনে নিও না কষ্ট......
মা'গো আমার মমতাময়ী, তুই যে আমার '' মা ''........ !!!
১১-০৫-২০১৪ ইং
বিষয়: সাহিত্য
১১৬০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন