'' মা দিবসে, সকল মায়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালবাসা '' '' মা ''

লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ১১ মে, ২০১৪, ০৫:০৮:২৮ সকাল



'' অনেক দূরে আছো মা'গো,পড়ছে তোমায় মনে,

কেঁদে মা'গো বুকটা ভাসাই,জল রেখে চোখের কোণে......

দূরে থেকেও বুঝতি তুই মা,আমার মনের কথা,

কাছে থেকেও বুঝিনি মা,তোর মনে কি ব্যাথা.......।

যখন আমি কাজের ফাঁকে,যেতাম একটু দূরে,

সন্ধ্যা হলে চিন্তা করিস,এখনো যে আমার খোকা

ফিরলো না যে ঘরে,প্রদীপ জ্বেলে দাঁড়িয়ে থাকিস পথের দ্বারে...

এমন ভালবাসা মা'গো ,কার ভাগ্যে জুটে,

তোমার মত মা যার আছে সেই হয়তো বুঝে..........।

তোর কোলে মা জন্ম দিয়ে করলে আমায় ঋণী,

জীবন দিয়েও শোধ হবে না মা'গো তোমার ঋণ.......

খোদার কাছে বারে বারে, করি আমি দোয়া,

মা কে যেনও আমার আগে,না নেয় হে খোদা...........

মা'গো তোর এই অবুঝ ছেলে,বারে বারে অনেক দেয় কষ্ট,

দূর থেকে আজ চাইছি ক্ষমা,মা'গো মনে নিও না কষ্ট......

মা'গো আমার মমতাময়ী, তুই যে আমার '' মা ''........ !!!

১১-০৫-২০১৪ ইং

বিষয়: সাহিত্য

১১৬০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220069
১১ মে ২০১৪ সকাল ০৭:০৪
শেখের পোলা লিখেছেন : পবিত্র কোরআনে আল্লাহ তা্য়ালা চার জায়গায় আল্লাহর পরেই মাতা পিতার মর্যাদাকে স্থান দিয়ে ছেন৷ বিশেষ করে মাকেই বেশী মর্যাদা দিয়েছন৷ আল্লাহকে ডাকতে বা ভাল বাসতে বা কৃতজ্ঞতা জনাতে যখন পাঁজি বা ক্যালেণ্ডারে দিন ক্ষন নির্দিষ্ট করতে হয়না তখন ল্লাহর পরেই যাদের স্থান, তাদের কৃতজ্ঞতা, ভালবাসা, শ্রদ্ধা জানাতে কেন পাঁজি, ক্যালেণ্ডারে দাগ দিবেন? ওটা বিজাতীয় রীতি৷ ওকে মুসলীম সমাজে প্রবেশাধিকার না দেওয়াই উত্তম নয়কি?
১১ মে ২০১৪ সকাল ১০:৫১
167778
egypt12 লিখেছেন : Rose Rose Rose
220145
১১ মে ২০১৪ সকাল ১১:৪৯
স্ফুলিঙ্গ লিখেছেন : আমাদের প্রত্যেকটা দিনই হোক মা' দিবস।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File