,,,,,,,, '' মা '' ,,,,,,,,,,
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১১ মে, ২০১৪, ০৪:০৮:৩২ রাত
মা যখন ভাবেন নীড়ে,
খোঁকা আমার ! কিইবা করে ?
ভর দুপুরে ! খায় না পড়ে ?
কাজের ভীড়ে ? হয়তো ঘুরে !
নাহ ! সে জ্বরে ?? ।।
মনটা তখন স্বপ্ন দ্যাখে,
দূর প্রবাসে কাব্য ল্যাখে,
ছবি আঁকে হৃদয় বাঁকে !
আগলে রাখে আঁচলটাকে
মা' মা' হাঁকে ।।
ক্লান্তচোখে ঘুমটা যখন আসে,
মাথার পরে মা-যে তখন পাশে !
চুপটি হাসে হাতের স্পর্শে,
মায়ার আবেশে স্নেহের পরশে
হারায় আরশে ।।
নিঝুম রাতে যাইনামাযে দাঁড়ায়,
অশ্রু সজল হাত দুটি মা বাড়ায়,
হে দ্য়াময় খোকন সোনায় !
দাওনা ফিরায় ? হৃদয় খরায় !
চোখটা জুড়ায় ।।
মোশাররাফ.
১২.১২.১০
বিষয়: বিবিধ
৮৪৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি মা দিবস মানিনা, মানিনা, মানিনা....
মন্তব্য করতে লগইন করুন