"মহাজনের ছা"
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৭ ফেব্রুয়ারি, ২০১৭, ০৪:২৭:২১ রাত
ভাই বোন দশ জন,
বাবা আর মা ।
দল বেধে গেলে বলে,
মহাজনের ছা ।।
-
বাবা মস্তো মহাজন,
সূতা সিল্ক শাড়িতে ।
রোববার সকালে,
মেলা বসে বাড়িতে ।।
-
হোই-চোই বোল চাল,
প্রান্তিক তাঁতিয়ার ।
বুঝে নিত মাল জাল,
খরচপাতি হাতিয়ার ।।
-
কাক ডাকা প্রভাতে,
খাতা নিয়ে বসতো ।
একে একে হেঁকে ডেকে,
লেন দেন কষতো ।।
-
দরকার-ই বেচা কেনা,
সারাদিন চলতো ।
তাই তারা বাবাকেও,
সরকার-ই বলতো ।।
-
ত্রেতা নেই ক্রেতা নেই,
আজ নেই ব্যাপসা ।
মহা-হীন জন-হীন,
চতুর্দিক ঝাপসা ।।
-
মোশাররাফ.
০৭/০২/১৭
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন