" নিয়তির ঋণ "

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২৭ অক্টোবর, ২০১৬, ০২:২৩:০৯ রাত



বোদলে দেয়ার শপথ নিয়ে,

নিজেই গেছি বোদলে l

নিয়তি-রে তোর সময় এখন,

মনের মতন শোধ-লে ll

-

কথা ছিলো ঘুরে দাঁড়াবো,

বেড়ায় এখন পালিয়ে l

অমানিশার প্রান্ত-রে তুঁই,

স্বপ্নরাজি-দে জ্বালিয়ে ll

-

যুদ্ধে যাবার দীক্ষা নিয়ে,

ময়দানে আর যায়-না l

শক্তিসাহস আয় মনে বল,

উঠোনে নাচে হায়েনা ll

-

মোশাররাফ.

২৬.১০.১৬

বিষয়: বিবিধ

১২৭৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379120
২৭ অক্টোবর ২০১৬ রাত ০৩:২৫
ক্রুসেড বিজেতা লিখেছেন : বাহ,, বেশ শক্ত কথার মজবুত নির্মাণ।
ভালো লাগলো, ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File