রক্তে ভাসা জনপদ
লিখেছেন লিখেছেন তরবারী ২৭ অক্টোবর, ২০১৬, ০৩:৫৬:১৬ রাত
রক্তে ভাসছে এই জনপদ
সাগর সাগর ভরা
প্রিয়জনের আহাজারি
ভুবন দিশেহারা।
হায়েনার চোখ রক্তখেকো
মায়ের বুকের উপর
শহীদ ভাইয়ের শাহাদাতে
কান্না টাপুর টোপর।
কোথায় তোমার রহম প্রভু
আর কত চাও রক্ত
তোমার মদদ দিয়ে প্রভু
হৃদয় করো শক্ত।
প্রিয়জনের অবুঝ ক্রন্দন
সইতে পারি না
দূর করে দাও সকল কঠিন
সকল যে যাতনা।
রক্ত যদি চাও আরও
নাও গো তুমি সব
এই জমিনে তোমার দ্বীন
দাও না তুমি রব।
বিষয়: বিবিধ
৮৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন