বোবা কান্না
লিখেছেন লিখেছেন তরবারী ০৬ নভেম্বর, ২০১৭, ০২:০১:০৬ রাত
পেয়াজের ঝাঁজে পকেট ফাঁকা
লঙ্কা তে লঙ্কা কাণ্ড।
বেগুণের গায়ে লেগেছে আগুন
মহামতির বাক্কা আনন্দ।
চালের ছাল তুলতে বাকী
আলু অসুখে কাঁদে
নুন আনতেও পান্তা ফুরায়
গৃহিণী পানি রাঁধে।
পাঙ্গাশ বাবা,পাঙ্গাশই মা
বাকী সব রাঘবের দলে,
রাস্তার ধারের হেলেঞ্চা গুলোও
ঘাড় উঁচিয়ে চলে।
তেল হলো বিশ্ববাজারের
গম,চিনি আমদানির,
সৎ মুদ্রায় সীমা যে আঁকা
সততা ডরে মানহানির।
ডাল টাই আজ বড় ভরসা
হউক না পানি ময়লা,
সত্যি বলছি,এমন দেশটি,
কোথাও খুঁজে পাবে না।
বিষয়: Contest_priyo
১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন