কর্মফল
লিখেছেন লিখেছেন তরবারী ০৪ আগস্ট, ২০১৭, ১০:৫০:৫৭ রাত
যে সাজাইলো ফুলের বাগান
তারে দিলাম গালি
যে আনাইলো পাগলা ঘোড়া
তাঁর জন্য সব তালি।
গোলাপ নিলাম,হাসনা নিলাম
কাঁটা,সাপে খুঁজে দোষ !
সাপ আর কাটার চাষ করে যারা
তাদের নিয়ে নাই হুশ!
ঝাঁজরা হয় সাচ্চা দিল
ভয়ে লুকায় গর্তে,
পাপাচার সব পায় যে মুকুট
শাসন করে মর্ত্যে।
পুণ্যকে বলে পাপের আঁধার
পাপকে করে পূজা
গন্ধম গাছে খুঁজে ফল উত্তম
পাওনা কি এতোই সোজা!
একে একে সব সোনার পাখীদের
টুটি চেপে ধরে শেষ
কাউয়া বাজ-ই তোমার পাওনা
কর্মই সৃজে পরিবেশ।
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন