গ্রাম্য প্রেম!! (হাসির বাক্স!)
লিখেছেন লিখেছেন Sada Kalo Mon ২০ মে, ২০১৪, ০৬:৫০:৫৮ সন্ধ্যা
একজন গ্রাম্য প্রেমিক তার প্রেমিকাকে লিখা চিঠি। উপমাগুলো চরম।
ওগো আমার গোলপরাশ!!
আমি তোমার লাল মিয়া!
প্রথম যেদিন তোমায় দেখি-
সেদিন থেকে আমার দু চোখে নাই নিঁদ!
সারাক্ষণ শুধু তোমাকে ভাবতে থাকি !

তোমার হাসিটা যেন তরমুজের পালার মত!

তোমার কন্ঠটা কোকিলের মত মধুর! :D/
তোমার চলার গতিটা ভ্যান গাড়ির মত!

তোমার চোখগুলো বিড়ালের মত তীক্ন!

তোমার শরীরটা যেন ফার্মের মুরগীর মত!

তোমার পা গুলো হাতির পায়ের মত!

তোমার আঙ্গুলগুলো সাগর কলার মত!

তোমার নাকটা সীমের মতো চেপ্টা! ;

তোমার হাড়গুলো নলি বাঁশের মত চিকনা!

তোমার কানগুলো খরগোশের কানের মত খাঁড়া!

তোমার উচ্চতা হল তাল গাছের সামন!

তোমার চুলগুলো জামরুলের মত কালো!

তাইতো তোমায় লাগে এত ভালো!

এই সব কথা কইলো প্রেমিক গর্বে
এই চিঠির উত্তর দিবো আগামী পর্বে !
,
বিষয়: বিবিধ
২২৪৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন