স্মৃতিতে শৈশব
লিখেছেন লিখেছেন Sada Kalo Mon ২৬ নভেম্বর, ২০১৪, ০৯:৪২:০৮ সকাল
আজ খুব মনে পড়ে
সেই দিনগুলির কথা
সকালে ঘুম থেকে উঠে
সবাই একসাথে কোরআন পড়া;
দলে দলে ইসকুলে যাওয়া
ভর দুপুরে দল বেঁধে
পুকুরে সাঁতার কাঁটা;
আজ
আজ খুব মনে পড়ে!
কানামাছি, হা-ডু-ডু
বৌছি খেলায় মেতে উঠা;
সুঁতা, নাটাই নিয়ে
ফাঁকা বিলে ঘুড়ি উড়ানো
ক্রিকেট, ফুটবল খেলা নিয়েও
অনেক স্মৃতি জড়ানো;
নতুন ধানের চাল দিয়ে
শীতের এই দিনে খেজুর রস দিয়ে
ভাপা,চিতল,হাতঝরা পিঠা খাওয়া;
ইট পাথরের এই শহরে-
হঠাৎ নাড়া দিয়ে উঠে সেই মধুর স্মৃতিগুলো
মাঝে মাঝে চলেও যায় সেই সময়ে
ভাবনার মায়া জালে জড়িয়ে;
বিষয়: সাহিত্য
১৪৪৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাক যতটুকু পারেন আবেগটারে সামলান....! :P
মন্তব্য করতে লগইন করুন