মনুষ্যত্বের দাফন!
লিখেছেন লিখেছেন Sada Kalo Mon ২১ মে, ২০১৫, ০৯:১২:৪৭ সকাল
পুলিশের গুলিতে যখন খুন হয়ে যায়
পাশের বাসার আবির
প্রাণ কাঁদেনা একটুও কারো
কারণ করতো সে যে শিবির!
রাজিব, অনন্ত যখন মরে
অজ্ঞাত শত্রুর আক্রমণে
দেশ-মিডিয়া উপচে পড়ে
চারদিক ভাসায় অশ্রুর বানে!
হাজার হাজার বাঙালি আর রোহিঙ্গা
সমুদ্রে যখন ভাসে
খেয়াল থাকেনা কারো সেদিকে
তারাতো কোন মানুষ না!
নেপালে যখন ভুমিকম্পে মরে হাজারো হিন্দু
কনসার্ট করে টাকা জোগাড় করে পাশে দাঁড়াতে
ভুল হবেনা একটুও!
প্রতিদিন কত মানুষ মরছে ফিলিস্তিনে আর গাজায়
কে রাখে তার কোন খবর, কেইবা তা জানে!
মনুষ্যত্বের সঠিক দাফন হয়ে গেছে অনেক আগেই
এখন শুধু চলছে সাম্প্রদায়িকতার মহারত
প্রতিনিয়ত হচ্ছে তাই প্রাকৃতিক দুর্যোগ!
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাঠিয়েছে তুরষ্কের প্রেসিডেন্ট এরদোগান।আর আমার দেশের নির্লজ্জ নেতা নেত্রিদের বিবেক বর্গা দিয়েছে,যার কারনে এ অসহায় মোসলমানদের জন্য কিছু করতে পারেনি,ছি!!!
দুনিয়ার বিপদগ্রস্থ মোসলমানদেরকে যিনি আশ্রয় দিলেন, আল্লাহ যেন তাকে আখেরাতের বিপদ থেকে আশ্রয় দিয়ে দেন।
আসলেই আমরা হতভাগা... মুসলমান প্রধান দেশ হয়েও অন্য মুসলমানদের সাহায্য করতে পারছিনা...
ধন্যবাদ কমেন্ট করার জন্য..
মন্তব্য করতে লগইন করুন