অপেক্ষা তোমার...

লিখেছেন লিখেছেন Sada Kalo Mon ১৫ ডিসেম্বর, ২০১৫, ১১:২০:৫৩ সকাল



Day Dreaming

প্রচন্ড তাপদাহ চলছে এ হৃদয়ে,

প্রতীক্ষায় থাকতে থাকতে

গ্রীষ্মের শুকনো মাঠের মত চৌচির হয়ে গেছে,

কখন তুমি জল হয়ে বান আনবে?

কখন তুমি আমার জলে ভরা বিলে পদ্ম হয়ে ফুঁঠে থাকবে?

আমি অপেক্ষায় আছি- তোমার,

কারণ-

তুমি আমার ঋতু পঞ্জিকায়

শ্রাবণের অঝর ধারা,

হতাশার আবরনে ঢেকে যাক-

আমার আকাশটা তা আমি চাইনা,

সবুজ শ্যামল প্রকৃতির ছোঁয়ায়

তুমি এনে দিবে এ হৃদয়েও

বসন্তের পাখি ডাকা এক চঞ্চলা ভোর!

তাই-

আমি অপেক্ষায় আছি- তোমার!

প্রচন্ড তাপদাহ চলছে এ হৃদয়ে,

প্রতীক্ষায় থাকতে থাকতে

গ্রীষ্মের শুকনো মাঠের মত চৌচির হয়ে গেছে,

কখন তুমি জল হয়ে বান আনবে?

কখন তুমি আমার জলে ভরা বিলে পদ্ম হয়ে ফুঁঠে থাকবে?

আমি অপেক্ষায় আছি- তোমার,

কারণ-

তুমি আমার ঋতু পঞ্জিকায়

শ্রাবণের অঝর ধারা,

হতাশার আবরনে ঢেকে যাক-

আমার আকাশটা তা আমি চাইনা,

সবুজ শ্যামল প্রকৃতির ছোঁয়ায়

তুমি এনে দিবে এ হৃদয়েও

বসন্তের পাখি ডাকা এক চঞ্চলা ভোর!

তাই-

আমি অপেক্ষায় আছি- তোমার!

(১৩.৯.১৫)

বিষয়: সাহিত্য

১২০৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354143
১৫ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:০৮
আফরা লিখেছেন : থাকেন অপেক্ষায় এক সময় আসবে ।

ধন্যবাদ ।
354674
২০ ডিসেম্বর ২০১৫ রাত ১২:২৩

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File