প্রতিক্ষার প্রহর
লিখেছেন লিখেছেন Sada Kalo Mon ০৭ আগস্ট, ২০১৪, ০৪:৩২:৪৬ বিকাল

তোমার একটু দেরি করা
ঠিক সময়ে আমার আসা,
তোমার দেরিতে মনে
জমতে থাকে শত শত অভিমান
তোমার অপেক্ষায় থাকা কিছুক্ষণ!![]()
হঠাৎ!
নম্র-শীতল হাতের স্পর্শে
চমকিত হয়ে থাকিয়ে দেখি-
বাঁকা ঠোঁটে মুচকি হাসি দিয়ে
দাড়িয়ে আছ তুমি-
ভেঙ্গে দিয়ে আমার সব অভিমান।![]()
তারপর-
দুজনে পাশাপাশি কিছুক্ষণ বসা
উদাস মনে গোধূলির দিকে চেয়ে থাকা,
আর কিছু অজানা ভালোলাগার কথা বলা![]()
আর
হাতে হাত ধরে হেঁটে চলা
অজনা পথে অজনা গন্তব্যে-
যেখানে হবে দুজনার
গভীর প্রেমের আলাপন
যেখানে হবে দুটি মনের অবাধ মিলন!
![]()

বিষয়: সাহিত্য
১৭২৪ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
লিখেছেন : অনেক
সুন্দর হয়েছে ...
চালিয়ে যান
মন্তব্য করতে লগইন করুন