সেই শ্যামলা মেয়েটি

লিখেছেন লিখেছেন Sada Kalo Mon ১০ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৪৭:৪৯ সকাল



সেই শ্যামলা মেয়েটি

-সাদা কালো মন

Broken Heart Broken Heart

রেল লাইনে গুটি গুটি পায়ে

হেটে চলা সেই শ্যামলা মেয়েটি

কালো উড়নার স্কার্প

আর হালকা পাতলা গঠন

মনোহরিণী তার দু’টি আঁখি

যেন সুদর্শন এক স্বর্ণ মূর্তি

Broken Heart

তার সাথে এখনো হয়নি কোন কথা

নামটাও হয়নি জানা,

হয়েছে শুধু আঁড় চোখে থাকিয়ে মুচকি হাসা!

Broken Heart

সেই রেল লাইনে-

প্রতিদিন এঁকি জায়গায় এঁকি সময়ে হয় দেখা।

Broken Heart

যতবার তার সাথে হয় দেখা

ততবার মনে হয় যেন ছন্দে ভরা

অন্তহীন এক কবিতা

আমি পৃষ্টা পর পৃষ্টা পড়ে যাচ্ছি

কিন্তু অন্ত খুঁজে পাচ্ছি না!

Broken Heart

কিন্তু তখন আমার শান্ত সাগরে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়ে

অতিক্রম করে রোমাঞ্চের সকল বন্দর!

নিষিদ্ধ এক স্বপ্নের তাড়না

উচ্চ মাত্রার ভুমিকম্পের মত-

কাঁপন তুলে আমার শরীরের প্রতিটি ইঞ্চিতে!

আর আমি সেই কাপুনিতে লন্ডভন্ড হয়ে

চারদিকে তাকে খুঁজতে থাকি!

Broken Heart

কিন্তু-

সে কি জানে আমার এই আকুলতা?

ব্যাকুলতা এই প্রাণের?

Broken Heart

আমি বলি-

থাক না প্রাণের একথা, থাকনা না বলা,

অব্যক্তই থাক এই প্রেম

শুধু হোক দু'টি প্রাণের ভাবনায় শতবার মিলন!

বিষয়: সাহিত্য

১২৪৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303772
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৫০
হতভাগা লিখেছেন : ছবিতে রেল লাইনও নাই , কালো স্কার্পও নাই।

১৪ ই ফেব্রুয়ারী তো সামনেই
303792
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৪
আফরা লিখেছেন : বর্ণনা আর ছবির সাথে মিল নাই ।

সাবধান ! ! ১০০ হাত দুরে থাকুন ।
311496
২৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : মন কে মিছে সান্ত্বনা দিয়ে লাভ আছে? বলেই ফেলুন না!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File