সেই শ্যামলা মেয়েটি
লিখেছেন লিখেছেন Sada Kalo Mon ১০ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৪৭:৪৯ সকাল
সেই শ্যামলা মেয়েটি
-সাদা কালো মন
রেল লাইনে গুটি গুটি পায়ে
হেটে চলা সেই শ্যামলা মেয়েটি
কালো উড়নার স্কার্প
আর হালকা পাতলা গঠন
মনোহরিণী তার দু’টি আঁখি
যেন সুদর্শন এক স্বর্ণ মূর্তি
তার সাথে এখনো হয়নি কোন কথা
নামটাও হয়নি জানা,
হয়েছে শুধু আঁড় চোখে থাকিয়ে মুচকি হাসা!
সেই রেল লাইনে-
প্রতিদিন এঁকি জায়গায় এঁকি সময়ে হয় দেখা।
যতবার তার সাথে হয় দেখা
ততবার মনে হয় যেন ছন্দে ভরা
অন্তহীন এক কবিতা
আমি পৃষ্টা পর পৃষ্টা পড়ে যাচ্ছি
কিন্তু অন্ত খুঁজে পাচ্ছি না!
কিন্তু তখন আমার শান্ত সাগরে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়ে
অতিক্রম করে রোমাঞ্চের সকল বন্দর!
নিষিদ্ধ এক স্বপ্নের তাড়না
উচ্চ মাত্রার ভুমিকম্পের মত-
কাঁপন তুলে আমার শরীরের প্রতিটি ইঞ্চিতে!
আর আমি সেই কাপুনিতে লন্ডভন্ড হয়ে
চারদিকে তাকে খুঁজতে থাকি!
কিন্তু-
সে কি জানে আমার এই আকুলতা?
ব্যাকুলতা এই প্রাণের?
আমি বলি-
থাক না প্রাণের একথা, থাকনা না বলা,
অব্যক্তই থাক এই প্রেম
শুধু হোক দু'টি প্রাণের ভাবনায় শতবার মিলন!
বিষয়: সাহিত্য
১২৪৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১৪ ই ফেব্রুয়ারী তো সামনেই
সাবধান ! ! ১০০ হাত দুরে থাকুন ।
মন্তব্য করতে লগইন করুন