অমুক-তমুক!
লিখেছেন লিখেছেন Sada Kalo Mon ২০ মে, ২০১৫, ০৮:৩৭:১৪ রাত
অমুক আসে তমুক আসে
নিয়ে অনেক মহরত,
এর সাথে ওর সাথে
করে অনেক বৈঠক!
এটা নিয়ে সেটা নিয়ে
করে অনেক মিটিং-সভা,
এটা করবে সেটা করবে
বলে অনেক লম্বা কথা!
সমাঝোতা সোনার হরিণ
কেমনে তোমায় পায়?
তুমি যে আজ ১৬ কোটির
হাতের নাগালে নাই!
দুই নেত্রী তর্কে-বিতর্কে
সুখে আছে দেশ!
আন্দোলনের মারপেঁচে
জনগণ হচ্ছে শেষ!
দেশ নিয়ে ভাই কার চিন্তা
সবাই চাই ক্ষমতা মূলটা,
বিষন শক্ত ঢালটাও
মুত্তিযুদ্ধের চেতনা!
পিতা-স্বামীর দন্ধ, শেষ হবেনা বুঝি,
তারপরও
অন্ধ হয়ে, এদেশে স্বাধীনাতা খুঁজি
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কনভার্ট করার সময় ভুল হয়ে গেছে খেয়াল করিনি...
মন্তব্য করতে লগইন করুন