বিবিধ-২ : আমার সম্পাদিত “ইদানীং” লিটল ম্যাগ শীঘ্রই প্রকাশ সম্পর্কে কিছু কথা ও কৈফিয়ত
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২০ মে, ২০১৫, ০৮:১৭:৩৮ রাত
[কৈফিয়ত : আমি জানি না এ ধরনের পোস্ট দেয়া কতটুকু যুক্তিসঙ্গত? বা উচিত। তবে সুদৃষ্টি একান্তভাবে কাম্য। আরেকটা কথা আমি বিডি টুডে ব্লগে যুক্ত হওয়ার আগেই লিটলম্যাগের কাজ চলমান ছিল বিধায় ব্লগার ভাই-ও বোনদের অনেককেই এ সংখ্যায় যুক্ত করতে পারিনি। আগামী সংখ্যায় ইনশাল্লাহ আগ্রহীদের সবাইকে দিয়ে লিখিয়ে নেব]
“ইদানীং” লিটল ম্যাগের উদ্বোধনী সংখ্যা-
আল্হামদুলিল্লাহ! অল্প কিছু দিনের মধ্যে “ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্র” থেকে প্রকাশিত হবে “ইদানীং” লিটল ম্যাগের প্রথম সংখ্যা। এর শ্লোগান হচ্ছে, “শুদ্ধ সাহিত্য চ্চার আঙ্গিনা।” প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, লেখা সংগ্রহও শেষ। এখন প্রকাশের জন্য শিল্প-সাহিত্য-সংস্কৃতি প্রেমীদের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। আশাকরি লেখক ও পাঠকদের কাঙ্খিত সহযোগিতা পেলে নিয়মিত ভাবে প্রকাশ করা সম্ভব হবে। উদ্বোধনী সংখ্যায় দেশের অনেক খ্যাতনামা কবি, সাহিত্যিক, ছড়াকার, গল্পকারের লেখা সমৃদ্ধ। আছেন কয়েকজন ব্লগ লেখক, গবেষকও। আমার শ্রদ্ধেয় ব্লগার এবং সহপাঠীবৃন্দও এ ধরনের সৃজনশীল সাহিত্য কর্মে এগিয়ে আসুন। দেশকে একটি শিল্প-সাহিত্য নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ উপহার দিই।
এ সংখায় যাঁরা লিখেছেন তারা হলেন:
কবি ড. মাহফুজুর রহমান আখন্দ
কবি ড. মফিজুর রহমান আল্ আযহারী
কবি ওয়াহিদ আল্ হাসান
কবি ফজলুল হক তুহিন
কবি রুকুন-উদ-দৌলা সোহেল
কবি তাপস বিশ্বাস
কবি মাহমুদুল হাসান
কবি নাছির বিন ইব্্রাহীম
ছড়াকার :
জুলফিকার শাহাদাৎ
শামীম খান যুবরাজ
জনি হোসেন কাব্য
আরকানুল ইসলাম
গল্পকার :
আহমদ রশীদ বাহাদুর
বাপ্পা আজিজুল
মীর্জা মুহাম্মদ নুরুন্নবী
রিদওয়ানুল কবির সবুজ
ভ্রমণ কাহিনী :
রায়হান আজাদ
এবং আমার দু’টি ছড়া এবং একটি গল্পও রয়েছে।
এছাড়া আরো অনেকে.. ..
সম্পাদক : মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম
নির্বাহী সম্পাদক : আলমগীর ইমন
প্রকাশনায় : ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্র, চট্টগ্রাম।
=====
বিষয়: সাহিত্য
১৩৯২ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিটল ম্যাগের জন্য শুভকামনা...
শুভ কামনা রইল
দোয়া করবেন মাসুম ভাই।
শুদ্ধ সাহিত্য নির্ভর এমন পদক্ষেপের ব হুল প্রচার দরকার,যাতে অন্যেরাও উৎসাহী হতে পারে! এ হিসেবে পোস্টাকারে জানিয়ে ভাল কাজই করলেন হে শ্রদ্ধেয়!
লেখকদের মধ্যে কয়েকজন প্রিয় ব্লগারদের নাম দেখে আরো ভাল লাগল!
মহান রব আমাদের সকল কর্মকান্ড কে কল্যাণের পথে পরিচালিত করার তৌফিক দিন-আমিন!
'ইদানীং'এর ব হুল প্রচার-প্রসার কামনা করছি!
জাযাকুমুল্লাহু খাইরান!!
মন্তব্য করতে লগইন করুন