ঝড়া গোলাপ প্রতিদান চায়
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ২০ মে, ২০১৫, ০৮:০৭:০৯ রাত
(এটা একটি গদ্য কবিতা , অর্থ ভাল ভাবে না বুঝে উল্টা পাল্টা মন্তব্য না করার অনুরোধ রইলো)
তাঁরা ! আজ নগদে বিশ্বাসী ,
না দেখে অতীত , না ভাবে ভবিষ্যৎ ।
গন্ডিতে থেকে থেকে পূর্ণাঙ্গ কূপমণ্ডূক ,
ছোট ছোট বিশেষণেই তাঁদের পা আর মাটিতে নেই ।
শূন্যে ভাসে স্বপ্ন , ইথারে ছড়িয়ে দেয় কল্পনা-ইচ্চা,
প্রত্যাশার বেলুন আজ ফুটো, নেতিয়ে পড়েছে নেতৃত্ত,
প্রথম থেকে দ্বীতিয় , আজ সেখানে তৃতীয় সারির ভীর !
তেলামাথায় তেল দেয়া, অন্তত তাঁদের কাছে এমন আশা করেনা কেউ ।
কিন্তু, তাই ঘটছে প্রতিমুহুর্ত ।
দৈন্যরা চেপে ধরেছে আসন গুলো ।
ইজম প্রীতি , স্বজন প্রীতি , আঁত্ম প্রীতি !
এত প্রীতির মাঝে হারিয়ে গেছে ভ্রাতিৃ প্রীতি
দুইশতাধিক ঝড়া গোলাপগুলো প্রতিদান চায়
প্রতি ফোঁটা লোহীত কনিকার , শ্বেত কনিকার ।
বিদেহী আত্মাগুলোর ছলছল চোখ,
প্রতি প্রশ্বাসে বিষ বাষ্প , ছুঁয়ে যাচ্ছে নপুংশুকদের
কিন্তু তারা “কুচ পরোয়া নেহী” !
স্নেহ, সম্মান, শ্রদ্ধাবোধ , কর্পূরের মত উবে যাচ্ছে
এহতেসাফের পথ আজ রুদ্ধ, তাই
সমালোচনার রাস্তা, গলিপথ থেকে মহাসড়কে রুপ নিয়েছে !
বিষয়: বিবিধ
১৩৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন