ছাত্রজীবনের টুকিটাকি- ৩

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২০ মে, ২০১৫, ০৭:৪৭:৩০ সন্ধ্যা

ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে অটো প্রমোশন পেলাম ঠিকই, কিন্তু বাবার আর্থিক সমস্যার কারণে রি-এডমিশন এবং টিউশন ফিঃ জমা দিতে পারলাম না যথা সময়ে। পরের তারিখে দেবো, পরের মাসে দেবো ইত্যাদি করতে করতে বেশ কয়েক মাস কেটে গেলো। বার বার তাগাদা আসার কারণে নিজেরও বেশ লজ্জা হচ্ছিলো। অবশেষে অর্ধবার্ষীক পরীক্ষায় অংশগ্রহণে অযোগ্য ঘোষিত হলাম।

ধারণা করলাম, আর হয়ত স্কুলে আসা হবে না আমার। ভারাক্রান্ত হৃদয়ে ফিরে আসার পূর্বে প্রিয় বিদ্যালয়টি ভালো করে দেখে নিলাম কয়েকবার। খেলার মাঠ, অডিটরিয়াম, লাইব্রেরী আর শ্রেণীকক্ষে আমার পদাচারণা বন্ধ হয়ে যাবে; স্কুল আর বি এড্ কলেজের মাঝখানে বাঁশ বাগানের ছায়ায় বন্ধুদের সাথে আড্ডায় আমি থাকবো না- ভাবতেই হৃদয় ছিঁড়ে যেন খান খান হয়ে যাচ্ছিল।

আমার লেখা পড়া বন্ধ হয়ে যাওয়া বাবার মোটেই কাম্য ছিল না। কিন্তু তাঁর অপারগতা আর সীমাবদ্ধতার বলী হতে চললো আমার আগামী দিনে উচ্চ শিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন-সাধ। মা ছিলেন না, থাকলে তিনিও হয়ত কিছু করতে পারতেন না। মায়ের স্থলাভিষিক্ত যে মা, তিনিতো স্বজ্ঞানে আমার দায়িত্ব নিয়েছিালন। আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেলো অথচ তাঁর কোন প্রতিক্রিয়া নেই। তাঁর এ নির্লিপ্ততা আমাকে সাংঘাতিকভাবে আহত করেছিল এবং মনে হচ্ছিল- মা থাকলে নিশ্চয়ই কিছু একটা করতেন অথবা চেষ্টা করতেন অথবা নিদেন পক্ষে মণ খারাপ করতেন। তারপরও আমার জন্য শান্তনা ছিল যে, তিনি পুরাদমে আমাকে অবহেলা করেননি, খাওয়া বন্ধ করেননি, বাবার সাথে আমার দূরত্ব তৈরীর চেষ্টা করেননি। বাবাও কিন্তু এ দিকটায় খুবই সতর্ক ছিলেন।

চলবে......

বিষয়: বিবিধ

১১৯৯ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321365
২০ মে ২০১৫ রাত ০৮:১৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সে-ই স্মৃতিময় ছাত্রজীবন আপনার এখনও চোখের সামনে বর্তমান। অবাক কাণ্ড! আপনাকে সালাম(স্যালুট!) করছি লোকমান ভাই। আপনার দেখাদেখি ইচ্ছে করছে আমিও সেই স্মৃতি সাগরের ঢেউয়ে হারিয়ে যাই। কোন এক সময় কলম ধরতে পারি। ধন্যবাদ।
২৩ মে ২০১৫ দুপুর ০২:২৯
263119
মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বি মাসুম ভাই, লিখে ফেলুন জীবনের অভিজ্ঞতাগুলো।
ধন্যবাদ সাথে থেকে উৎসাহিত করার জন্য।
321366
২০ মে ২০১৫ রাত ০৮:১৬
আফরা লিখেছেন : মানুষের জীবনের কথা শুনতে আমার খুব ভাল লাগে । আমি মিলিয়ে দেখি আমার জীবনের সাথে । আলহামদুল্লিলাহ ! আল্লাহ আপনার চেয়ে আমাকে ভাল রেখেছেন । মা ছাড়া জীবন এতো আমি কল্পনাও করতে পারি না ।

নিশ্চয় অনেক কষ্ট করে বড় হয়েছেন । আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে সফলতা দান করুন ।
২৩ মে ২০১৫ দুপুর ০২:৩৭
263121
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ এবং দোয়ায় আমীন।
321368
২০ মে ২০১৫ রাত ০৮:২০
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই, উহ! আপনি তাহলে সৎ মায়ের সঙ্গে জীবন কাটিয়েছেন। এ যেন এক মহা সংগ্রাম। আসলে মায়ের তুলনা কি চলে? আপনার জন্য অনেক অনেক নেক দোয়া রইল। আমার জন্যও দোয়া চাই।
২৩ মে ২০১৫ দুপুর ০৩:০৬
263133
মোহাম্মদ লোকমান লিখেছেন : দোয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আবু জান্নাত ভাই। আপনার জন্যও রইলো অফুরন্ত দোয়া শুভ কামনা।
সংগ্রাম করেই এতটুকু এসেছি। জীবনের অপর নাম সংগ্রাম।
321370
২০ মে ২০১৫ রাত ০৮:২৬
অবাক মুসাফীর লিখেছেন : ভেবেছিলাম, ছাত্রজীবন এখনো শেষ করি নি তাই বুঝি আপনার পোস্টে তেমন কিছুই ফিল করতে পারবো না... কিন্তু অমন ছোট বয়স থেকে আপনার মাকে ছাড়া থাকার কথা জানতে পেরে নিজেকে খুব ভাগ্‌যবান মনে হচ্ছে... আপনার আম্মুর জন্‌য অনেক দো'য়া।

আরো বেশি করে লিখুন... এতো ছোট পোস্ট পড়তে ভালো লাগে না... :(
২৩ মে ২০১৫ দুপুর ০৩:৩০
263138
মোহাম্মদ লোকমান লিখেছেন : আল্লাহ আপনার আম্মুকে হায়াতে তাইয়্যবা দান করুন।
আপনার জন্যও দোয়া এবং শুভ কামনা।
321387
২০ মে ২০১৫ রাত ০৮:৫২
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ মে ২০১৫ বিকাল ০৫:২৭
263150
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ, ছোথাবাজ ভাই।
321393
২০ মে ২০১৫ রাত ০৯:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সময়ের জিবন সংগ্রাম।
২৩ মে ২০১৫ বিকাল ০৫:৩৫
263151
মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বি ভাই।
321398
২০ মে ২০১৫ রাত ০৯:১১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভালো লাগতেছে চলতে থাকুক। Thinking? Thinking? Thinking?
২৩ মে ২০১৫ বিকাল ০৫:৪৫
263152
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনার ভালো লাগছে জেনে খুশী হলাম। Happy
321412
২০ মে ২০১৫ রাত ০৯:৫৪
আওণ রাহ'বার লিখেছেন : হা আমার মা থাকার কারনে বাবার অভাব কখনও বুঝতে পারিনি।
উচ্চশিক্ষার জন্য স্বপ্ন দেখি আমি।
শুকরিয়া খুব স্মৃতির ভেলায় আমাদের যায়গা দেয়ার জন্য।
২৩ মে ২০১৫ বিকাল ০৫:৫৭
263153
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনার মায়ের জন্য সালাম(স্যালুট)।
321413
২০ মে ২০১৫ রাত ০৯:৫৪
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : কিছুক্ষনের জন্য হারিয়ে গিয়েছিলাম আমার সেই ছোট্র সময়ে ।
ভাল থাকুন দোয়া করি ।
২৩ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
263166
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনার জন্য ও দোয়া এবং শুভ কামনা রইলো। এবং লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১০
321441
২১ মে ২০১৫ রাত ১২:৩৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার লিখা পড়ে নিজের অজান্তেই মনের ভিতর কষ্টের চাকা মোচড় দিয়ে ঊঠলো। স্নেহময়ী মায়ের শীতল পরশ থেকে বঞ্চিত হয়ে আজ যেখানে পৌঁছেছেন সেজন্য আপনার প্রতি আবারো সংগ্রামী অভিনন্দন। মহান রাব্বূল আলামীন আপনাকে সান্ত্বনার সুশীতল ছায়ায় রাখুন এই কামনা। লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
২৩ মে ২০১৫ রাত ০৮:১৫
263170
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহে ওয়া বারাকাতুহু।
্আপনার দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
১১
321502
২১ মে ২০১৫ রাত ০৩:২৪
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুলাইকুম ।

আপনার কঠিন সংগ্রামী ছাত্রজীবনের কথন জানলাম। সবচাইতে খারাপ লাগলো আপনার মাতৃবিয়োগের ঘটনা জেনে!

আল্লাহ আপনার মাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন! পরের পর্বে বিস্তারিত জানার অপেক্ষায় ........
২৩ মে ২০১৫ রাত ০৮:২৯
263175
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমীন।
১২
321556
২১ মে ২০১৫ দুপুর ১২:২৭
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : আপনার লেখা পড়ে নিজের অনুপ্রাণিত হচ্ছি বাল্যকাল নিয়ে কিছু লেখার।
২৩ মে ২০১৫ রাত ১০:১৩
263187
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনিতো কবি মানুষ, যথেষ্ট শব্দসম্ভার রয়েছে আপনার। অনেক আকর্ষণীয় করে লিখতে পারবেন। শুরু করুন।
১৩
321795
২২ মে ২০১৫ দুপুর ০১:০১
ফাতিমা মারিয়াম লিখেছেন : আসসালামু আলাইকুম।

তিনটি পর্বই একসাথে পড়লাম। ছোটবেলার স্মৃতিকথা পড়তে আসলেই ভালো লাগে। কখনও সুখের আবার কখনও কষ্টের।
২৩ মে ২০১৫ রাত ১০:৩১
263190
মোহাম্মদ লোকমান লিখেছেন : পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ কখনো সুখ আর আবার কখনো কষ্ট- এটাইতো মানুষের জীবন।
১৪
322755
২৬ মে ২০১৫ রাত ১১:১৫
কুয়েত থেকে লিখেছেন : অনেক ভাল লেখেছেন লেখাটি ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File