প্রিয় দেশ
লিখেছেন লিখেছেন নাছির বিন ইব্রাহীম ২০ মে, ২০১৫, ০৭:৪৫:৩২ সন্ধ্যা
প্রিয় দেশ,তুমি কেমন আছো,আমি ভালো নেই
জানি তোমার হৃদয়ও ক্ষত বিক্ষত ভাসে রক্তেই।
-
ভালো নেই এই নগরী, ভালো নেই এই আকাশ
ভালো নেই তোমার সীমান্ত, চৌহদ্দিতেই সন্ত্রাস।
-
ভালো নেই পশু পাখী, আজ ভালো নেই নদীও
পেলাম কই স্বাধীনতা? আছে, মানচিত্র যদিও।
-
ভালো নেই দূর্বা ঘাস আর ভালো নেই ঐ পাহাড়
ভালো নেই খাল, বিল, ডোবা, শীতলক্ষ্যার পাড়।
-
তুমিও ভালো নেই,ইচ্ছে হলেই দিতে পারোনা নাড়া
ভালো আছে শুধু মানুষরূপী পশু,হিংস্র হায়েনারা।
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বসন তাহার বনেছে কাফন আবরি বদন ইসলামের।
দেশের রাজনিতির দুটি ধারা চলছে দু-পথে ।
দুটি ধারা এক হবে যবে , শান্তি ফিরে আসবে তবে ।
অল্প কথা ও ছন্দে অসাধারণ উপস্থাপনা। ঠিক এই নামেই একটি গদ্য লেখার ইচ্ছা ছিল আমার।
প্রতিযোগীতায় আপনার সাফল্য কামনা করছি।
মন্তব্য করতে লগইন করুন