প্রিয় দেশ

লিখেছেন লিখেছেন নাছির বিন ইব্রাহীম ২০ মে, ২০১৫, ০৭:৪৫:৩২ সন্ধ্যা

প্রিয় দেশ,তুমি কেমন আছো,আমি ভালো নেই

জানি তোমার হৃদয়ও ক্ষত বিক্ষত ভাসে রক্তেই।

-

ভালো নেই এই নগরী, ভালো নেই এই আকাশ

ভালো নেই তোমার সীমান্ত, চৌহদ্দিতেই সন্ত্রাস।

-

ভালো নেই পশু পাখী, আজ ভালো নেই নদীও

পেলাম কই স্বাধীনতা? আছে, মানচিত্র যদিও।

-

ভালো নেই দূর্বা ঘাস আর ভালো নেই ঐ পাহাড়

ভালো নেই খাল, বিল, ডোবা, শীতলক্ষ্যার পাড়।

-

তুমিও ভালো নেই,ইচ্ছে হলেই দিতে পারোনা নাড়া

ভালো আছে শুধু মানুষরূপী পশু,হিংস্র হায়েনারা।

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321355
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
অবাক মুসাফীর লিখেছেন : ভালো লাগলো কবিতা... তবে এমন কবিতা না লিখতে হলেই বোধহয় ভালো হত... কবির প্রতি শুভকামনা...
২০ মে ২০১৫ রাত ০৮:০৩
262421
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : ধন্যবাদ ভালো লাগায়। কেন, কি সমস্যা জানতে পারলে ভালো হতো?
321360
২০ মে ২০১৫ রাত ০৮:০৬
অবাক মুসাফীর লিখেছেন : আমাদের দেশে এই সব হাবাজাবা সমস্‌যা না থাকলে আমাদের আর লিখতেই হত না... আছে বলেই তো লিখছি... আশা করি বুঝেছেন...
২০ মে ২০১৫ রাত ০৮:০৮
262423
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : হা হা হা হা
321371
২০ মে ২০১৫ রাত ০৮:২৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ব্্রাদার। বর্তমান সময়ের সঠিক চিত্র কবিতার মাঝে বিধৃত হয়েছে। ধন্যবাদ কবি।
২০ মে ২০১৫ রাত ০৮:৩৩
262427
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : ধন্যবাদ কবি আপনাকে
321400
২০ মে ২০১৫ রাত ০৯:১৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। অনেক সুন্দর লিখেছেন।
২০ মে ২০১৫ রাত ০৯:৩৩
262447
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
321404
২০ মে ২০১৫ রাত ০৯:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এত খারাপ জিনিসটা প্রিয় হয় কেমনে??
২০ মে ২০১৫ রাত ০৯:৩৯
262449
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : হুব্বুল ওয়াতান মিনাল ঈমান
২০ মে ২০১৫ রাত ০৯:৪৬
262450
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব দেবতার সেরা সে দেবতা যাহারে কহিছ সদ্বেশ ফের,
বসন তাহার বনেছে কাফন আবরি বদন ইসলামের।
321414
২০ মে ২০১৫ রাত ০৯:৫৯
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : দেশ আমার ভাল নেই ভাই ।
দেশের রাজনিতির দুটি ধারা চলছে দু-পথে ।
দুটি ধারা এক হবে যবে , শান্তি ফিরে আসবে তবে ।
২০ মে ২০১৫ রাত ১০:২৩
262460
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : শান্তি ফিরে আসুখ, এটাই কাম্য। ধন্যবাদ আপনাকে।
321417
২০ মে ২০১৫ রাত ১০:০৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : মা-শা-আল্লাহ্!
অল্প কথা ও ছন্দে অসাধারণ উপস্থাপনা। ঠিক এই নামেই একটি গদ্য লেখার ইচ্ছা ছিল আমার।
প্রতিযোগীতায় আপনার সাফল্য কামনা করছি। Happy
২০ মে ২০১৫ রাত ১০:২৫
262462
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : জাযাকাল্লাহ,মন্তব্যে অনুপ্রাণিত হলাম, প্রতিযোগীতায় সাফল্য থেকেও দেশের সাফল্য কামনা করি বেশি,দেশের মানুষ ভালো থাকুক। ধন্যবাদ আপনাকে।
321431
২১ মে ২০১৫ রাত ১২:০৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ মে ২০১৫ রাত ১২:৩১
262486
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
321492
২১ মে ২০১৫ রাত ০২:৫৪
আব্দুল গাফফার লিখেছেন : যথার্থ সুন্দর লেখেছেন ।অনেক শুভকামনা রইলো Good Luck Good Luck
২১ মে ২০১৫ সকাল ১১:৫৯
262604
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : ধন্যবাদ আপনাকে, অনুপ্রাণিত হলাম।
১০
321558
২১ মে ২০১৫ দুপুর ১২:৪৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার কবিতাটা খুব ভাল লেগেছে....। ধন্যবাদ আপনাকে
২২ মে ২০১৫ সকাল ১০:০৬
262837
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File