"ঈমানদার কবি"
লিখেছেন লিখেছেন নাছির বিন ইব্রাহীম ২২ মে, ২০১৫, ১১:৩৫:৪৫ সকাল
তিনি তো স্বপ্নচারী ঈমানদার কবি
মেঘ ভরা আকাশে, যেন উঠা রবি
নতশির কবিদের চোখের বারুদ
আল মাহমুদ তিনি,আল মাহমুদ।
-
হতাশার মাঝে যিনি আশার প্রদীপ
সমুদ্র মাঝে যেন, জেগে উঠা দ্বীপ
উত্তাল ডেউ মালা করে গতিরোধ
আল মাহমুদ তিনি, আল মাহমুদ।
-
মতৎ মনের যিনি সদা অফুরান
মানুষের লাগি যার কেঁদে উঠে প্রাণ
শত্রুর সাথে যার, নেই কো বিরোধ
আল মাহমুদ তিনি, আল মাহমুদ।
-
তারুণ্য যার মাঝে করে থাকে ভর
সততায় সদা থাকে অটল অনড়
কষ্টের মাঝেও দেয়, নিজেকে প্রবোধ
আল মাহমুদ তিনি, আল মাহমুদ।
-
কবিতাকে খাদ্যের খোঁড়াক বানায়
মিথ্যার ঝুলি কাঁধে করে যারা আয়
তাদের মতোই যিনি করেনা আমোদ
আল মাহমুদ তিনি,আল মাহমুদ।
-----------------
আমার প্রিয় ব্যক্তিত্ব
বিষয়: বিবিধ
১১৭৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুধু বিশ্বাস এ প্রত্যাবর্তন এর জন্যই এই কবিকে এখন অনেকে এড়িয়ে যেতে চায়।
মন্তব্য করতে লগইন করুন