"ঈমানদার কবি"

লিখেছেন লিখেছেন নাছির বিন ইব্রাহীম ২২ মে, ২০১৫, ১১:৩৫:৪৫ সকাল



তিনি তো স্বপ্নচারী ঈমানদার কবি

মেঘ ভরা আকাশে, যেন উঠা রবি

নতশির কবিদের চোখের বারুদ

আল মাহমুদ তিনি,আল মাহমুদ।

-

হতাশার মাঝে যিনি আশার প্রদীপ

সমুদ্র মাঝে যেন, জেগে উঠা দ্বীপ

উত্তাল ডেউ মালা করে গতিরোধ

আল মাহমুদ তিনি, আল মাহমুদ।

-

মতৎ মনের যিনি সদা অফুরান

মানুষের লাগি যার কেঁদে উঠে প্রাণ

শত্রুর সাথে যার, নেই কো বিরোধ

আল মাহমুদ তিনি, আল মাহমুদ।

-

তারুণ্য যার মাঝে করে থাকে ভর

সততায় সদা থাকে অটল অনড়

কষ্টের মাঝেও দেয়, নিজেকে প্রবোধ

আল মাহমুদ তিনি, আল মাহমুদ।

-

কবিতাকে খাদ্যের খোঁড়াক বানায়

মিথ্যার ঝুলি কাঁধে করে যারা আয়

তাদের মতোই যিনি করেনা আমোদ

আল মাহমুদ তিনি,আল মাহমুদ।

-----------------

আমার প্রিয় ব্যক্তিত্ব

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321772
২২ মে ২০১৫ সকাল ১১:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
শুধু বিশ্বাস এ প্রত্যাবর্তন এর জন্যই এই কবিকে এখন অনেকে এড়িয়ে যেতে চায়।
২২ মে ২০১৫ রাত ১১:২৮
262988
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
321789
২২ মে ২০১৫ দুপুর ১২:৪৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমার প্রিয় কবিকে নিয়ে লিখার জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আগের আইডিটা কি নেই? স্বাগতম Rose
২২ মে ২০১৫ রাত ১১:২৯
262990
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : ধন্যবাদ আপনাকে, আছে
321807
২২ মে ২০১৫ দুপুর ০১:৩৫
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ মে ২০১৫ রাত ১১:২৯
262991
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
321841
২২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক সুন্দর হয়েছে কবি। ধন্যবাদ আপনাকে।
২২ মে ২০১৫ রাত ১১:৩০
262992
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : ধন্যবাদ আপনাকে কবি
321842
২২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
আকবার১ লিখেছেন : আপনার ঈমানের কবির পিছনে অনেকেই কাজ করেছে। এক সময় ঈমানের কবি বাম আন্দোলনের সাথে জড়িত ছিল। তার জেল জীবনে জামাতের ভাইরা হাকীকত সিরিজের বই নিয়ে যেত। অনেক সময় বই নিতে অনাগ্রহ প্রকাশ করত। কোন একদিন তার হৃদ্ধয় ঘুরে যায়। বই পড়া শুরু করে। ফিরে আসে ইসলামের ছায়া তলে।
২২ মে ২০১৫ রাত ১১:৩১
262993
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : এটা সবাই জানে, এভাবেই সবাই একদিন ফিরে আসে,ধন্যবাদ আপনাকে।
321860
২২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
অবাক মুসাফীর লিখেছেন : আমার প্রিয় কবিদের মধ্‌যে একজন কবি আল মাহমুদ...
২২ মে ২০১৫ রাত ১১:৩১
262994
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
321889
২২ মে ২০১৫ রাত ১০:১০
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
২২ মে ২০১৫ রাত ১১:৩১
262995
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : শুকরিয়া,ধন্যবাদ আপনাকে
322080
২৩ মে ২০১৫ রাত ১০:২২
মোহাম্মদ লোকমান লিখেছেন : মাশাআল্লাহ্! বেশ সুন্দর হয়েছে। তিনি আমারও কিন্তু প্রিয় কবি। ধন্যবাদ আপনাকে।
২৪ মে ২০১৫ দুপুর ০৩:৩১
263271
নাছির বিন ইব্রাহীম লিখেছেন : ধন্যবাদ প্রিয় লোকমান ভাইয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File