কেমন করে হাসি? (শিশুতোষ ছড়া)

লিখেছেন লিখেছেন নাছির বিন ইব্রাহীম ০৫ জুলাই, ২০১৫, ০৩:৪০:১৬ দুপুর

বছর ঘুরে ঈদ এলো ভাই ঈদ

খোকা খুকুর হারিয়ে গেলো নিদ,

সেমাই হবে পোলাও হবে

নানান পদের নাস্তা রবে

নতুন নতুন জামা পাবে

খুশির সীমা নেই,

হটাৎ খোকা থমকে গেলো

একটি জায়গাতেই।

-

মন ভালো নেই খোকার

যে ছিলো খুব জোঁকার,

বাবা এসে বল্লো খোকা এ কি!

মুখ কালো তোর কি হয়েছে দেখি?

-

আমার আছে মা বাবা আর জামাও

দেওয়ার আছে বড় ছোট মামাও

আজকে ভালো বন্ধু আমার

কাঁদছে অনেক শোঁকে,

তার বাবা আর ভাইকে মেরে

ছিলো মন্দ লোকে।

-

তার জামা নেই, নেই বাবাও

তার মুখে নেই হাসি,

কেমন করে বলো, বাবা আমি হাসি?

বিষয়: সাহিত্য

১১৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328760
০৫ জুলাই ২০১৫ বিকাল ০৪:০৬
329016
০৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
ফখরুল লিখেছেন : অশ্রু ঝরা ছড়া। কবিকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File