আরেকবার ক্ষমা করো
লিখেছেন লিখেছেন তৈয়েবুর রহমান গালিব ০৫ জুলাই, ২০১৫, ০৩:৪৬:২৬ দুপুর
তোমাকে নিয়ে চাঁদের আলোয় ভিজবার মত সামর্থ্য আমার নেই
সোডিয়াম বাতির নিচে দাড়িয়ে থাকার মত মনও হয়তো আমার নেই
তুমি দুর থেকে যে নুপুরের শব্দ ছোড়ো , তাই শুনে আমি বেচে আছি
আধো হাতে যেই চিঠি লিখো , তাই পড়ে আমি বেচে থাকি ।
বিশ্বাস করো , আমি ক্ষয় হয়ে গেছি
অস্থির হয়ে গেছি , নিশ্চল হয়ে গেছি
বেশিদিন আর জ্বালাবো না ।
চিরদিনের মত মুখ বুজে হাসবার আগে আমাকে আরো একবার ক্ষমা করো !
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেশিদিন আর জ্বালাবো না ।
কেনো এত তাড়াতাড়ি কি হলো
মন্তব্য করতে লগইন করুন