বড়বোন

লিখেছেন লিখেছেন তৈয়েবুর রহমান গালিব ১০ আগস্ট, ২০১৫, ০৩:২৩:১৫ দুপুর

- কিরে , টাকা না নিয়ে চলে গেলি কেনো কাল ?

মেয়েটা সামনের মেঝের উপরে ধপ করে বসে পড়লো , আপনার কাছ থেকে টাকা নেবো না ।

কেন্দ্রীয় শহীদ মিনার আমার বিকালবেলার সময় কাটাবার সঙ্গী । ঘন্টার পর ঘন্টা এখানে বসে বসে আনমনে আকাশের দিকে চেয়ে থাকবার মধ্যে এক মহা বিলাসিতা আছে ।

- আরেকটা চকলেট খান । সামনে হাতের মুঠোয় একটা alpen চকলেট ধরা আট দশ বছর বয়সের মেয়ে ।

আমি হেসে ফেললাম , প্রতিদিন ফ্রি চকলেট খাওয়াবি ?

- হুম , খাওয়াবো । আপনি আসলেই খাওয়াবো । চকলেট ছাড়া আর কিছু নাই ।

আমি এই মেয়েটার আচরনে বিস্মিত । এরকম আচরন করছে কেনো মেয়েটা ! সমস্যাটা কি ?

আমি মুখটা একটু গম্ভীর করে ফেললাম । একটু শক্ত গলায় বললাম , কই থাকিস তুই ?

মেয়েটা আস্তে আস্তে বললো , পলাশী ।

বোধহয় আমার বিরক্তিটা টের পেয়েছে ।

আমি আরো শক্তভাবে বললাম , কয় ভাই বোন ?

- এক ভাই আছে । চিনেন তো । বিকুল , ওইযে এখানে আপনার পাশে এসে বসে । মাঝে মাঝে মাথায় হাত রেখে আদর করেন যে !

আমি হা করে মেয়েটার দিকে তাকায়ে থাকলাম । অবশেষে চকলেটের রহস্য বোঝা গেলো । হায়রে বড়ো বোন !

বিষয়: সাহিত্য

১৩৮৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334928
১০ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৯
হতভাগা লিখেছেন :
কেন্দ্রীয় শহীদ মিনার আমার বিকালবেলার সময় কাটাবার সঙ্গী ।


০ সেখানে কি পায়ে জুতা নিয়ে উঠেন ?
334933
১০ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১১
তৈয়েবুর রহমান গালিব লিখেছেন : জি । কুকুর বিড়াল ব্যতীত সকলেই সেখানে জুতা সহই উঠে ।
১১ আগস্ট ২০১৫ সকাল ০৯:৩৭
277038
অবাক মুসাফীর লিখেছেন : মামু, রিপ্লাই দেন ওই নীল অ্যারোর মাধ্‌যমে, নইলে কমেন্ট যে করছে সে টের পায় না, যে রিপ্লাই দেওয়া হইছে...
334940
১০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০১
নাবিক লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File