আত্মহত্যায় সূখ খুজে কি লাভ বলো??
লিখেছেন লিখেছেন মুহাম্মদ হাফিজুর রহমান ১০ আগস্ট, ২০১৫, ০৩:০২:৫৬ দুপুর
এক অস্থির সময়ে আমরা আমাদের জীবন প্রবাহ পরিচালনা করছি, শান্তির শেত কপোতকে ধরার আশায় মানুষ প্রতিনিয়ত অশান্তির দাবানলে ঝাপ দিচ্ছে। আগুন জালানোর পর পোকা-মাকর যেমন আগুনের লক লকে লাল শিখাকে পরম খুশির এবং আনন্দের যায়গা মনে করে ঝাপ দেয়, মানুষ নামক আশরাফুল মাখলুকাত যেন আজ এক আজব প্রাণী রুপে শান্তির আশায় অশান্তির দাবানলে ঝাপ দিচ্ছে। যারা নিজেদের শিক্ষিত ও ভদ্র মানুষ মনে করে যারা নিজেদেরকে সমাজের উচু শ্রেণির মানুষ মনে করে তাদের জীবনে কি শুদ্ধাচার আছে? তাদের জীবনে কি শান্তি-স্বস্থি আছে? অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, এদের পরিবারে কলহ-বিবাদ বিসংবাদ লেগে আছে। এর কারণ কি? এর মূল কারণ হচ্ছে জীবন পরিচালনার যে শুদ্ধ পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছে, আল্লাহর গোলাম হিসেবে যে জীবন ব্যবস্থা মানুষের জন্য প্রেরণ করেছেন, সে জীবন ব্যবস্থা অনুসরণ না করে নিজেদের ইচ্ছেমতো জীবন, পরিবার ও সমাজ পরিচলানার কারণেই ঘরে-বাইরে কোথাও আজ মানুষ শান্তি-স্বস্থি খুজে পাচ্ছে না। আর তাই বেছে নিচ্ছে আত্মহত্যার মতো জিঘাংসার পথ। কিন্তু আত্মহত্যা কি কোন সমাধান দিবে? পত্রিকার পাতায় দেখলাম, একজন ব্যাংকারের শিক্ষিকা স্ত্রী সংসারের অন্তর্দন্দ এবং পারিবারিক অশান্তি থেকে বাঁচার জন্য গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেস্টা করার পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছে।
যে মানুষ বিশ্বাস করে মৃত্যুর আর একটি জীবন আছে সে আত্মহত্যা করতে পারে না। যে জীবনের শুরু আছে শেষ নেই, সে জীবনে এ পার্থিব জীবনের প্রতিটি কর্মের হিসেব দিতে হবে। কুরআন-হাদীসে আত্মহত্যাকে শুধু জঘন্য পাপই বলা হয় নাই, আত্মহত্যাকারীর জন্য জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে, তার জন্য জাহান্নামের কঠিন এবং ভয়াবহ শাস্তি। তাই আত্মহত্যার মাধ্যমে জীবনে কোন শান্তি খুজে পাওয়ার সূযোগ নেই, বরং দুঃখ -কস্টের ভয়াবহ শাস্তির অনন্ত পথে যাত্রা শুরু। তাই আত্মহত্যা নয়, আসুন মাহান রবের কাছে আত্ম-সমর্পন করুন, জীবনের শান্তি খুজে পাবেন।
বিষয়: বিবিধ
১০৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন