তাঁদের বোধের দুয়ার খুলবে কি ?

লিখেছেন লিখেছেন মুহাম্মদ হাফিজুর রহমান ০১ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২৪:২২ সকাল



জয় বাংলা শ্লোগান দিয়ে শাবিপ্রবিতে শিক্ষকদের উপর হামাল করেছে ছাত্রলীগ। পুলিশ হামলাকারীদের গ্রেফতার করতে সাহস করেনি, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিতে দেখা গেছে শাহপরাণ থানার ওসি ছাত্রলীগের সূর্যসন্তানদের কাছে ক্ষমা চাইছে হামলা থেকে বাঁচার জন্য। হামলার পর জনাব জাফর ইকবাল বলেছেন,‘‘ গলায় রশি দিয়ে মরতে ইচ্ছে হয়, জয় বাংলা শ্লোগান দিয়ে হামলা করা হয়?”

প্রগতিশীল দাবীদাররা আজ ছি ছি করছেন, কেন ছাত্রলীগ জাফর ইকবালের উপর হামলা করলো? এই ঘৃণা, এই প্রতিবাদ, এই নিন্দা কোথায় ছিল - যখন ছাত্রলীগ জয় বাংলা শ্লোগান দিয়ে অধ্যাপক এমাজ উদ্দিনের উপর হামলা করেছিল? যখন অধ্যাপক আফতাবউদ্দিনের উপর হামলা করেছিল? কোথায় থাকে এই চেতনা যখন সারাদেশে জয় বাংলা শ্লোগান দিয়ে বাজীকররা চাঁদাবাজি, টেন্ডরাবাজী, দখলবাজী, মামলাবাজীতে ব্যস্ত থাকে। কোথায় থাকে এই লজ্জা যখন জয় বাংলা শ্লোগান দিয়েই ছাত্রলীগ প্রকাশ্যে অস্ত্র উচিয়ে নিজেদের ক্ষমতার উত্তাপ ছড়ায়?

তখন আপনাদের বোধ ও বুদ্ধির কোষগুলো পাংশু হয়ে থাকে, কারণ হামলাকারীরা আপনাদের উপর আক্রমণ করে না, শুধু তারাই আক্রান্ত হয় যাদেরকে আপনারা প্রতিপক্ষ মনে করেন। স্মরণ রাখা উচিৎ প্রফেসর ফ্রাঙ্কেইনস্টেইন এর গল্পের কথা।

প্রগতিশীল দাবীদারদের বোধ ও বুদ্ধিও দাবীদারদের বোধ ও বুদ্ধির দুয়ার খুলবে কি না, জানি না। তাঁদের উপলব্ধি সকলের জন্য সমান হোক এ প্রত্যাশা করছি।

বিষয়: বিবিধ

১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File