- কোথাকার গাফ্ফার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ জুলাই, ২০১৫, ০৪:১০:০৫ বিকাল
কোথাকার গাফ্ফার
নাম্বার ওয়ান লোফ্ফার
ধর্মটা খায় নাকি গুলিয়ে
কান ধরে পেদালে
ম্যা ম্যা চেচালে
রেখো তাকে ঠ্যাং ধরে ঝুলিয়ে।
সে নাকি মাল খায়
তেল দিয়ে ঝাল খায়
গুজামিলে লিখে নাকি ইতিহাস
দিলে তাকে দুই চার
খেয়ে করে মুখ ভার
ছাগলের মতো নাকি চিবায় ঘাস।
সেই গাফ্ফার লুইচ্চা
খায় আরো কুইচ্চা
কেড়ে খায় কুকুরের হাড়টা
চুষে চুষে গালটা
হয়ে গেছে চ্যাপ্টা
খানা পেলে নুইয়ে দেয় ঘাড়টা।
বি.দ্র. জন্তু জানোয়ারের ছবি ব্যাবহার করার রুচিতে কুলালোনা
বিষয়: বিবিধ
১১০৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দিদি তা ক্ষমতায়!!
অনেক ধন্যবাদ...
মন্তব্য করতে লগইন করুন