- কোথাকার গাফ্ফার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ জুলাই, ২০১৫, ০৪:১০:০৫ বিকাল

কোথাকার গাফ্ফার

নাম্বার ওয়ান লোফ্ফার

ধর্মটা খায় নাকি গুলিয়ে

কান ধরে পেদালে

ম্যা ম্যা চেচালে

রেখো তাকে ঠ্যাং ধরে ঝুলিয়ে।

সে নাকি মাল খায়

তেল দিয়ে ঝাল খায়

গুজামিলে লিখে নাকি ইতিহাস

দিলে তাকে দুই চার

খেয়ে করে মুখ ভার

ছাগলের মতো নাকি চিবায় ঘাস।

সেই গাফ্ফার লুইচ্চা

খায় আরো কুইচ্চা

কেড়ে খায় কুকুরের হাড়টা

চুষে চুষে গালটা

হয়ে গেছে চ্যাপ্টা

খানা পেলে নুইয়ে দেয় ঘাড়টা।

বি.দ্র. জন্তু জানোয়ারের ছবি ব্যাবহার করার রুচিতে কুলালোনা

বিষয়: বিবিধ

১১০৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328761
০৫ জুলাই ২০১৫ বিকাল ০৪:১২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor দারুণ লিখেছেন। খালি হাসতেছি
০৫ জুলাই ২০১৫ বিকাল ০৪:১৯
270983
বাকপ্রবাস লিখেছেন : দেখিয়েন রোজার ১৩টা বাজবে
328770
০৫ জুলাই ২০১৫ বিকাল ০৫:৫৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ জুলাই ২০১৫ দুপুর ০২:১৩
271222
বাকপ্রবাস লিখেছেন : Good Luck ধন্যবাদ জানবেন খুব করে Good Luck
328789
০৫ জুলাই ২০১৫ রাত ১১:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কইয়া যে লাভ নাই
দিদি তা ক্ষমতায়!!
০৭ জুলাই ২০১৫ দুপুর ০২:১৩
271223
বাকপ্রবাস লিখেছেন : হেতি মরেনা ক্যারেTongue
329532
১১ জুলাই ২০১৫ দুপুর ১২:৪৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ঘৃণার পাত্র গাফ্ফার, যেখানে যাবে জুতা মার..
অনেক ধন্যবাদ...
১১ জুলাই ২০১৫ দুপুর ০১:০১
271840
বাকপ্রবাস লিখেছেন : মাইরের উপর ওষুধ নাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File