শিক্ষামন্ত্রীর ইতিবাচক পদক্ষেপ কলেজ ভর্তিতে শিক্ষার্থী-অভিভাবকের উদ্বেগ নিরসনে সাহায্য করবে
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৫ জুলাই, ২০১৫, ০৪:২৭:২৫ বিকাল
কলেজ ভর্তি নিয়ে দেশজুড়ে চলা নৈরাজ্যকর পরিস্থিতিতে করণীয় তুলে ধরতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৩৬ লাখ শিক্ষার্থী-অভিভাবকের উদ্বেগ নিরসনে পদক্ষেপ নিচ্ছেন। এখন পর্যন্ত কলেজ ভর্তির বাইরে আছে আড়াই লাখেরও বেশি শিক্ষার্থী। ভর্তি নিয়ে জনমনে সরকারের বিরুদ্ধে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষামন্ত্রী মানুষের সেই আস্থা দ্রুত ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর। মানুষের ভোগান্তি হয়রানি ও সঙ্কট কাটাতে আরও দুটি নতুন মেধা তালিকা তৈরি ও প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুসারে এখন মোট চারটি মেধা তালিকা তৈরি করা হচ্ছে। নতুন আরও দুটি মেধা তালিকা প্রণয়ন ও তা প্রকাশ করা হবে। ৬ জুলাই প্রকাশিতব্য দ্বিতীয় মেধা তালিকার শিক্ষার্থীরা ১০ জুলাই পর্যন্ত কলেজগুলোতে ভর্তি হতে পারবে। এ জন্য তাদের কোন বিলম্ব ফি দিতে হবে না। যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় ভর্তির সুযোগ পায়নি অথবা সুযোগ পেলেও কলেজ পছন্দ না হওয়ার কারণে ভর্তি হয়নি তাদের জন্য তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। তারা ৯ ও ১০ জুলাই নতুন করে শিক্ষা বোর্ডে আবেদন করতে পারবে। এই শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১১ জুলাই। ১২ জুলাই তৃতীয় মেধা তালিকার এই ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে পারবে। এ জন্য তাদেরও কোন বিলম্ব ফি গুনতে হবে না। এর পরও কোন ভর্তিচ্ছুর সমস্যা থেকে থাকলে তাদের জন্য চতুর্থ মেধা তালিকা প্রকাশ করে ভর্তিচ্ছুদের ১৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত ৫০ টাকা ফি দিয়ে বোর্ডে আবেদন করতে পারবে।
বিষয়: বিবিধ
৭৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন