ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ঈগল দৃষ্টি সরকারের

লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৫ জুলাই, ২০১৫, ০৪:২৯:৪২ বিকাল

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ বর্তমান সরকার। ২০১৪ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগী হয়। সেই সুবাদে বাংলাদেশ আজ ডিজিটাল।

১. ‘জনগণের দোরগোড়ায় সেবা’ এই স্লোগানটি অনেক পুরনো হলেও এবারই প্রথম ইউনিয়ন পর্যায়ে তথ্য ও সেবাকেন্দ্র স্থাপিত করা হয়েছে। যেখান থেকে গ্রামের মানুষকে সরকারি সেবা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।

২. জেলা পর্যায়ের সরকারি অফিসসহ জেলা ও উপজেলা স্তরের অফিসগুলোর ডিজিটাল রূপান্তর ঘটানো হয়েছে।

৩. বর্তমান সময়ে ১২ লাখ ইন্টারনেট গ্রাহক থেকে বেড়ে সাড়ে ৪ কোটিতে হয়েছে।

৪. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। গড়ে উঠেছে কম্পিউটার ল্যাব ও ডিজিটাল ক্লাসরুম।

৫. অন্তত ৬২ হাজার দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কর্মসূচি হাতে নিয়ে সফটওয়্যার পার্ক, হাইটেক পার্ক ও ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।

৬. মোবাইল ব্যাংকিংয়ের ব্যাপক প্রসারের পাশাপাশি মোবাইলভিত্তিক সেবার ব্যাপক প্রসার ঘটেছে। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দিনে ৩৩০ কোটি টাকার লেনদেন কেবল মোবাইল ফোনেই হয়েছে।

৭. ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয় নামে ডাক ও টেলি যোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামক দুটি মন্ত্রণালয়ের গুরুত্বকে অনুধাবন করে একীভূত করা হয়েছে। যা সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।

ডিজিটাল বাংলাদেশ রূপান্তরে ঈগল দৃষ্টি সরকারের। সরকারের বিভিন্ন উদ্যোগে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে এ কথাটি সত্য যে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরের জন্য সরকারের সাথে আমাদের যেতে হবে অনেক দূর।

বিষয়: বিবিধ

৬৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File