চরম বেকায়দায় পড়া বিএনপি এবার পেট্রোলবোমার দায় চাপাতে চান পুলিশের ঘাড়েই
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ০৫ জুলাই, ২০১৫, ০৪:৩৩:৩২ বিকাল

সারাদেশে টানা অবরোধ ও দফায় দফায় হরতাল কর্মসূচী পালন করতে গিয়ে ব্যাপক নাশকতামূলক কর্মকান্ড চালায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আন্দোলনের নামে তাদের পেট্রোলবোমা হামলাসহ জ্বালাও পোড়াও কর্মকান্ডের ফলে সারাদেশে ১৫৩ জন নিরীহ মানুষ মারা যায় যেটা দেশের জনগণের কাছে একেবারেই দিবালকের মত পরিষ্কার। আর আন্দোলনের নামে এভাবে নাশকতা চালানোর কারণে দেশ-বিদেশে বিএনপির রাজনীতি সম্পর্কে চরম ঘৃণার সৃষ্টি হয়। ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপিবিমুখ হয়ে অন্য দলে চলে যেতে শুরু করেছে। এ কারণে চরম বেকায়দায় পড়েছে বিএনপি। এখন খালেদা জিয়া বুঝতে পেরেছেন এভাবে মানুষ হত্যা করে আন্দোলন করা ঠিক হয়নি। আর তাই তিনি এখন তার ডাকা আন্দোলনে পেট্রোলবোমা নাশকতার দায় পুলিশের ওপর চাপিয়ে দিয়ে নিজেদের দোষ আড়াল করতে চাচ্ছেন। আন্দোলন চলাকালে যাত্রবাড়ীতে গাড়িতে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা মামলা এবং জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ বিভিন্ন মামলায় জড়িয়ে বিএনপিকে বড় ধরনের সঙ্কটের মুখে পড়েছেন চেয়ারপার্সন খালেদা জিয়া। খালেদা জিয়া গ্রেফতার হলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও গ্রেফতার এড়াতে দেশে আসতে চাইবেন না। বিএনপির একাংশ তারেক রহমানের স্ত্রী ডাঃ জোবাইদা রহমানকে রাজনীতিতে আনার চেষ্টা করলেও ডাঃ জোবাইদার এ ব্যাপারে কোন আগ্রহ নেই। এতে বিভিন্ন মামলার আসামি হওয়ায় ঝামেলা এড়াতে দলের অন্যান্য সিনিয়র নেতারাও গা বাঁচিয়ে চলতে শুরু করবেন। আর এটি বুঝতে পেরেই আন্দোলনে নাশকতার দায় এড়াতে খালেদা জিয়া নতুন কৌশল নিয়েছেন। এটা মেনে নেয়া যায় না। এর অবসানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিষয়: বিবিধ
৬৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন