সাভার হেমায়েতপুরে নির্মিত হচ্ছে কোরিয়ান সানক্রুজের আদলে শাহ মেরিনের ক্যাম্পাস
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ০৫ অক্টোবর, ২০১৫, ০৩:৩৯:১১ দুপুর
1444037934.png
আন্তর্জাতিক বিশ্বে ভ্রমণ পিয়াসুদের কাছে কোরিয়ান রিসোর্ট সানক্রুজ এর নাম উল্লেখযোগ্য। আরও উল্লেখযোগ্য জাহাজের নকশায় তৈরি বিশ্বের প্রথম রিসোর্ট কোরিয়ান সানক্রুজ। তারই আদলে বাংলাদেশে তৈরি হচ্ছে শাহ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউটের মূল ক্যাম্পাস। শাহ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট মূলত একটি মেরিন একাডেমি। রাজধানীর অদূরেই সাভারের হেমায়েতপুরে বংশী নদীর তীরে নদী পথ ও সড়ক প্রবেশ পথে সাততলা বিশিষ্ট ৫০০ ছাত্রের উপযোগী আবাসিক ব্যবস্থাসহ এই ক্যাম্পাসের নির্মাণ করবে বাংলাদেশ সরকার। মূল ভবন ছাড়াও কম্পাসে রয়েছে আরো তিনটি ভবন। রয়েছে স্টাফ কোয়ার্টার। তিন তলা বিশিষ্ট স্টাফ কোয়ার্টারে মোট ২০০ কর্মকর্তা-কর্মচারী থাকতে পারবেন। নিরাপত্তা ইস্যুতে ক্যাস্পাসটিতে থাকবে নিজস্ব সিকিউরিটি ফোর্স। ভবনটির মূল আকর্ষণ হিসেবে থাকছে হেলিপ্যাড ও বিশেষ ইন্টেরিয়র ডিজাইন। ২০১৬ সালের জানুয়ারিতে ক্যাম্পাসটি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। সরকারের এমন উদ্যোগে স্বপ্ন পূরণে সক্ষম হবে মেরিনিয়ারসরা।
বিষয়: বিবিধ
১২৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন