বাংলাদেশের আয়ের অন্যতম উৎস হতে পারে পর্যটন শিল্প

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ০১ অক্টোবর, ২০১৫, ০৩:২৮:১২ দুপুর



পৃথিবীর বৃহত্তম অভঙ্গুর বালুর প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার, বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা, হিমালয়ের দক্ষিণে সর্ববৃহৎ বৌদ্ধবিহার পাহাড়পুর, খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে নির্মিত প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা মহাস্থানগড়সহ পর্যটকদের আকৃষ্ট করার মতো ট্যুরিজম প্রডাক্ট থাকলেও বিশ্বের পর্যটকদের কাছে বাংলাদেশ এখনও ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে তেমন পরিচিতি লাভ করেনি। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের এক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, জিডিপিতে পর্যটন শিল্পের অবদানের হিসাবে বিশ্বের ১৮৪টি দেশের মধ্যে ২০১৪ সালে ৬৮তম অবস্থানে ছিল বাংলাদেশ। পর্যটনে কর্মসংস্থান সৃষ্টিতে এশিয়ার দেশগুলোর মধ্যে ২০তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন স্থাপন, নতুন নতুন ট্যুরিজম প্রডাক্ট উদ্ভাবন, পর্যটনের উন্নয়নে সব রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, কুয়াকাটার মতো পর্যটন কেন্দ্রের সঙ্গে আকাশপথে যোগাযোগ স্থাপন, রাজনৈতিক সহিংসতার অবসান ইত্যাদির প্রসার ঘটানো সম্ভব। বিশ্বব্যাপী পর্যটন শিল্প থেকে যে বিরাট আয় হচ্ছে, আমাদের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করে সে আয়ে আমারাও ভাগ বসাতে পারি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অগ্রগতির ক্ষেত্রেও অন্যান্য শিল্পের চেয়ে পর্যটন খাতের অগ্রগতি প্রায় দেড় গুণ বেশি। পর্যটন উন্নয়নের সঙ্গে সঙ্গে অন্য যেসব ব্যবসা বিকাশ লাভ করে সেগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে বিমান ও সমুদ্রপথে যাত্রী পরিবহন, হোটেল ও রেস্তোরাঁ, ব্যাংকিং, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর কোম্পানি, গাড়ি ভাড়া প্রতিষ্ঠান এবং নানারকম খুচরা পণ্যের দোকান। সরকার ও এনজিওগুলো এমন সব প্রকল্প গ্রহণ করতে পারে যাতে জনসাধারণকে পর্যটনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য পর্যটকদের তাদের বাড়িতে অবস্থানের ব্যবস্থা করা যায়। এতে পর্যটনের আয় ন্যায়সঙ্গতভাবে বণ্টন করা সম্ভব হবে এবং তা গ্রামীণ দারিদ্র্য হ্রাসে সহায়তা করবে। পর্যটন বিভিন্ন সংস্কৃতির কোটি কোটি মানুষকে একত্রিত করে এবং এর মাধ্যমে স্থাপিত যোগাযোগ তাদের মধ্যে সহনশীলতা, পারস্পরিক সম্মানবোধ ও সহমর্মিতা বৃদ্ধিতে সাহায্য করে। দেশের অর্থনৈতিক খাতকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের আয়ের অন্যতম উৎস হতে পারে পর্যটন শিল্প। তাই এই শিল্পকে আরও সমৃদ্ধিশালী করতে সরকারের পাশাপাশি বেসরকারী খাতকেও এগিয়ে আসতে হবে।



বিষয়: বিবিধ

১৪৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File