"নজরুল নেই"
লিখেছেন লিখেছেন নাছির বিন ইব্রাহীম ২৪ মে, ২০১৫, ০৩:২৯:১৫ দুপুর
নজরুল নেই,আছে তোষামোদকারী,
তোষামোদে টাকা আছে
আছে গাড়ী বাড়ি।
-
কবিতায় নেই আজ বিদ্রোহী সুর,
আছে শুধু মাদকতা, আর দুর দুর।
-
মানুষের কথা নেই
কোন আকুলতা নেই
নেই কোন শান্তি ও সম্প্রীতি আজ,
বিভেদ বাড়ানো যেন কবিদের কাজ।
-
নারীদের শাড়ী খুলে
সততার পথ ভুলে
ইনিয়ে বিনিয়ে আছে নোংরামিতা,
কেউ কেউ একে বলে বড় কবিতা।
সৎ কবি, কবিতাও আছে
তারাও ঠিক খায় ভাতে মাছে।
সততায় পুঁজি নেই
অবৈধ রুযী নেই
কোন পুজো পুজি নেই
তবু আছে সম্মান জানি,
নজরুল ছাড়া তা, কয়জনে মানি?
বিষয়: সাহিত্য
১০১৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই থেমে গেছে সুর বিদ্রোহের ।
কবিরা এখন লিথে কাব্য ক্রিতদাসের।
মন্তব্য করতে লগইন করুন