কবর পূজার চেয়ে জিন্দা পীর পূজা অত্যন্ত ভয়াবহ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ১৩ মে, ২০১৬, ১০:৩৩:২৩ সকাল

কবর পূজারীরা এই আশায় কবরে ধর্ণা দেয় যে, তারা মনে করে কবর ওয়ালা আল্লাহর নিকট শুপারিশ করে তাদের চাহিদা পূরণ করে দেবে। তাদের কাছে কবর পূজার অসারতা তুলে ধরতে পারলে চট্ জলদি ওখান থেকে ফেরৎ আসে।

পীর পূজারীরা মনে করে, পীর যা বলেছে তার উপর আর কোন কথা হয়না। পীরের অজ্ঞতা প্রসূত ভ্রান্ত সিদ্ধান্তকেও তারা কুরআন-সুন্নাহর কষ্টি পাথরে যাচাই করার প্রয়োজন অনুভব তো করেই না, অধিকন্তু কেউ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলেও জবাব দেয়, ‘আমার পীর এবং পীরের পীর কি কম বুঝেছেন? আবার যাচাই করতে হবে কেন?’

ইল্লা মাশাআল্লাহ! দুয়েকজন ভালো পীর থাকলেও সমস্ত পীরের ৯৯% মুরীদ কিন্তু নিজেদের কৃত দুই নাম্বারীকে জায়েয করার জন্যই মুরীদ হয়।

বিষয়: বিবিধ

১৬৫২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368927
১৩ মে ২০১৬ দুপুর ১২:০৭
সন্ধাতারা লিখেছেন : Salam. Jajakallahu khair.
368949
১৩ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জিন্দা পির আর মুর্দাপির উভয় পির এর মুরিদ রাই শুধু পির সাহেবের সাথে বেহেশতে যাবার আশায় দুনিয়ার সব খারাপ কাজ করে। এ যেন ক্যাথলিক খৃষ্টান দের বিশ্বাস। যিশু সব পাপ নিয়ে ক্রুশ বিদ্ধ হয়েছেন তাই সব অপরাধ মাফ!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File