তুমি আছ তাই....
লিখেছেন লিখেছেন Sada Kalo Mon ১৯ ডিসেম্বর, ২০১৪, ০৯:৩৫:১৩ সকাল
তুমি আছ তাই....
-সাদা কালো মন
ধুসর আকাশটাকেও আজ
লাগছে অনেক সুন্দর,
তুমি যে আছো আমার পাশে!
গর্তময় রাস্তাটাকে আজ
লাগছে অনেক মসৃণ,
তুমি যে আমার সাথেই হাঁটছো!
রাস্তা দিয়ে হাঁটা এভাবে
কখনও করিনি উপভোগ,
তেমার হাত যে আমার হাতে রাখা!
দুর্গন্ধময় পরিবেশটাকেও আজকে
লাগছে অনেক সুগন্ধময়,
তোমর স্মেলটা যে আমার নাকে লাগছে!
গোধূলীর আকাশটাকে
আগেতো লাগেনি এমন,
তুমি যে আমার পাশেই বসে আছো!
এলোমেলো চুলগুলোকে লাগছে
আজ ফ্যাশন
তুমি করে দিয়েছ বলে
মৃদু হাওয়া আজ লাগছে ভালো
কারণ-
মনের ভিতরে বইছে রোমান্সের মাতাল বাতাস!
“রঙিন স্বপ্নগুলো ঢাকা থাকুক সাদা কালোর অন্তরালে”
বিষয়: সাহিত্য
১৩৯২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন