আলো- আধাঁরি
লিখেছেন লিখেছেন Sada Kalo Mon ২২ অক্টোবর, ২০১৪, ০৪:৪৯:৫৭ বিকাল
রঙ্গিন স্বপ্নের এই ভু্বনটা আজ
সাদা কালোয় ঢাকা
হতাশারা তাই এখন বেধেঁছে বাসা!
অন্ধকারের এই পথ চলা এতই কঠিন
তা আগে ছিল না জানা
এ পথে চলতে কেউ করেনিতো মানা!
রঙ্গিন স্বপ্নেরা হয়েছে এখন একা
কারো সাথে ভালো করে হয়না তাদের মেশা!
কিন্তু রঙ্গিন স্বপ্নেরা ফিরে পেতে চায়
বাঁধ ভাঙ্গা উচ্ছাস, উচ্ছল সেই যৌবন
যেখানে আলো- আধাঁরির ছিলনা কোন আশ্রয়
ছিল সবি ঝমকালো রঙ্গিন!!
বিষয়: সাহিত্য
১২৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন