প্রিয় দেশ তোমার জন্য শুধু
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১০ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:২০:০৩ সকাল
প্রিয় দেশ,
বুক জ্বলে পুরে নি:শেষ |
অশ্রুজল বয়ে গেল কত !
কেউ নেই হিসেব নেবার মত
তবুও দ্যাখো, পিছে ফেলে এত বিধুর যাতনা,
উঠে দাড়িয়েছে অকুতভয় কত অযুত সেনা |
ছোটো ভাইটি, প্রিয় বন্ধুর অবেলায় বিদায় আয়োজন
বেদনার নীল্ দংশনে ক্ষত বিক্ষত এ'মন,
ভাষাহীন আমি, ক্ষান্ত দিয়েছি আমার হিসেব যত
হিসেবহীন মৃত্যু কত সহজ, আজ কত অবিরত !
মনের গভীরে হিসেব রেখেছি যাতনার সব যোগফল
জানি কে মেটাবে এর সুদাসল |
গণ বিপ্লবের এপথে আজ যদিও হয় একাকী চলা
শুনে নিও আমার শপথ, যে কথা ছিল না বলা |
ঝরে পড়া অশ্রুজলে গড়েছি ব্যথার সাগর
শোকের আগুনে জানি পুড়বে ক্ষমতাসীনদের স্বাধের নগর
দেখ্যা হবে রাজপথে, যেখানে সালাম, রফিক,জব্বার
আরো নাম না জানা কত বিপ্লবী রক্তের সমাহার
এ'মাসেইতো খুলেছিল স্বাধীনতা দ্বার
শপথ, জেন স্বাধীনতা হবে আরো উন্মুক্ত অনিবার|
আমাদের রক্তে লিখে দেব তোমার বুকে গণতন্ত্রের জয়,
স্বৈরাচারের নতশির আত্মসমর্পণ আর করুন পরাজয়|
বিষয়: সাহিত্য
৯৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন