ধার্মিক ছেলে
লিখেছেন লিখেছেন রাফসন ২১ মে, ২০১৫, ০৮:০৮:৩০ সকাল
সেই কবিতাটি,
আমাদের দেশে হবে সেই ছেলে কবে,
স্ট্যাইলে না বড় হয়ে ধার্মিক হয়ে উঠবে....
আজ রাস্তা দিয়ে যাচ্ছি।হতাৎ একটা ছেলে অন্য ছেলেকে বলতেছে,এটা কি প্যান্ট পরছিছ??এটে তোর গুনাহ হচ্ছে....
ছেলেটা বলতেছে এইটা স্ট্যাইলে।বাপে ঢাকা থেকে আনছে!!!তুই চলতো...
এই আমাগো অবস্থা....আমরা আজ ধর্মীয় অনুশাসন কে ছুড়ে ফেলে,গায়ে জড়িয়ে নিতেছি জালিমদের পোষাক।কিন্তু তবুও আমাদের অনুসুচনা নেই;বরং আমরা খুশী।আমরা ভাবছিনা আখিরাত সন্নিকটে.....
বিষয়: বিবিধ
১৩৭১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন