ইসলামিক কিছু কথা
লিখেছেন লিখেছেন রাফসন ২৭ মে, ২০১৫, ১০:০৬:৫৭ সকাল
আসসালামু আলাইকুম....
কিছু গুরুত্বপুর্ন কথা-
আমরা মুসলিম তবে,
১.যদি ১০০৳ কফি শপে খরচ করি তাহলে কোন ব্যাপার না,আর মসজিদে যদি ১০০৳ দেই বেশি দান হয়ে যায়।
২.২:৩০ মি. মুভি দেখলে কিছু হয় না,আর ১ ঘন্টা জুম্মার নামায পরতে কষ্ট হয়।
৩.রোদে বসে খেলা দেখতে কষ্ট হয় না,আর মাঠে জানাজার নামাজ পরতে কষ্ট হয়।
৪.ফুটবল খেলায় অতিরিক্ত সময় খেলা হলে সবাই আনন্দ পায়,আর খুতবা ৫ মি. বেশি হলে সবাই রেগে যায়।
৫.খেলাওয়ার,নায়েক-নায়িকা দের ছবি মিনিটে শত মানুষ শেয়ার করে,কিন্তু ইসলামিক স্টাটাস কেউ পরে না।
বিষয়: বিবিধ
২৮৮৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন