অস্ত্র ফেলে দেয়া কি খুব জরুরী?????

লিখেছেন লিখেছেন চোরাবালি ২৬ নভেম্বর, ২০১৪, ১০:৩৫:১৩ সকাল

এস হে তরুন অস্ত্র ফেলে কলম তুলে নাও। কথাটা বেশ শ্রুতি মধুর হলেও আমার কাছে মোটেও তেমনটি মনে হয় না আমার মনে হয় কথাটা হওয়া উচিত ছিল এস হে তরুন কলমের সাথে অস্ত্র তুলে নাও।

আমার তো মনে হয় নামাজ শিক্ষা যেমনটি জরুরী অস্ত্র চালানো শেখাটাও তেমনটি জরুরী হওয়া উচিত। নিজের নিরাপত্তার স্বার্থে এই অস্ত্র চালানো শেখা দরকার। আগের দিন মানুষ লাঠি চালোনা, তরবরী চালানো শিখতো নিরাপত্তার স্বার্থে। তেমনি এখন যুগ আগ্নেয় অস্ত্রের তাই এটা চালানো শেখাও আমি মনে করি জরুরী। আপনাকে তখনই কেও চাপে রাখবে যখন আপনি চাপ নিবেন যদি আপনি চাপ না নেন তা হলে কেও আপনাকে চাপে রাখতে চাইবে না। আপনার দিকে কেও ইট তুললে আপনিও যদি তুলতে পারেন তা হলে অবশ্যই বিপরীত পক্ষ চিন্তা করবে আর যদি না তুলতে পারেন তা হলে ইট তুলতে কোন বাধা নাই।

বর্তমান সভ্যতায় শাসক শ্রেণী বা যারা চাইনা সাধারণ প্রতিবাদী হউক তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করবে আরে নিরাপত্তার জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছে আপনার কি দরকার। কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী আপনার চারিদিকে বসে নেই; তারা সর্বদায় আসে ঘটনা ঘটে যাবার পর সে যেদেশেই হউক না কেন।

তাই শুনে নয় দেখেই শিখ। প্রয়োজনে অস্ত্রধরো।

বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288211
২৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪৬
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
২৭ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৫৫
232418
চোরাবালি লিখেছেন : এটা আমার মত। সবাই দুর্বলকেই খোচাতে ভালবাসে
288256
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩২
ইসলামী দুনিয়া লিখেছেন : অস্ত্র আপনি দিবেন?
২৭ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৫৪
232417
চোরাবালি লিখেছেন : আপনার বই কি আমি কিনে দিয়েছি?
288293
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০৯
আফরা লিখেছেন : না থাক অস্ত্র নাম শুনলে ও ভয় পাই ।
২৭ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৫৫
232419
চোরাবালি লিখেছেন : অস্ত্র নামই ভয়ের

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File