রাম আর বাম নাকি বাম আর রাম
লিখেছেন লিখেছেন চোরাবালি ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ০৪:১৩:১২ বিকাল
বামদের রাম রামশুনতে শুনে নিজেই গুলিয়ে ফেলি, কোনটার আগে কি? রামের আগে বাম নাকি বামের আগের রাম!!!! অনেক তর্ক বিতর্ক চলছে বাম আর ইসলাম নিয়ে। পৃথিবীর শান্তির জনক সবার সমমর্যদা'র তরিকত প্রাপ্ত বামদের কারনের পৃথিবীতে এসেছে শান্তির ত্রাণ।
আমি শুধু দর্শক আর শুনে যাচ্ছি দু'পক্ষের তর্ক বিতর্ক। পেপার পড়ার মত ধর্য্য না হলেও যেন তাদের কথায় স্বাক্ষী না মেনে বসে তাই পেপারে মননিবেশ। যা হউক অবশেষ যাওয়ার সময় হয়ে পড়ল তাই শেষ কথাটা বলে শুধু বিদেয় হলাম।
হযরত মুঃ সঃ নিজে কুড়ে ঘরে থেকে তার সাহাবীদের ভালো থাকার ব্যবস্থা করতেন। আর বাম তথা সেকুরা নিজেরা অট্টালিকায় থেকে অনুসারীদের কুড়ে ঘরে রাখে। কেননা তারা কুড়ে ঘরে না থাকলে তো পুজিই শেষ তাদের নেতাদের। এটাই হল বাম আর ইসলামের মধ্যে পার্থক্য।
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন ।
একটু টাইপিং মিস্টেক আছে- এখানে হবে নিজে কুড়ে ঘরে থেকে
মন্তব্য করতে লগইন করুন