রাম আর বাম নাকি বাম আর রাম

লিখেছেন লিখেছেন চোরাবালি ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ০৪:১৩:১২ বিকাল

বামদের রাম রামশুনতে শুনে নিজেই গুলিয়ে ফেলি, কোনটার আগে কি? রামের আগে বাম নাকি বামের আগের রাম!!!! অনেক তর্ক বিতর্ক চলছে বাম আর ইসলাম নিয়ে। পৃথিবীর শান্তির জনক সবার সমমর্যদা'র তরিকত প্রাপ্ত বামদের কারনের পৃথিবীতে এসেছে শান্তির ত্রাণ।

আমি শুধু দর্শক আর শুনে যাচ্ছি দু'পক্ষের তর্ক বিতর্ক। পেপার পড়ার মত ধর্য্য না হলেও যেন তাদের কথায় স্বাক্ষী না মেনে বসে তাই পেপারে মননিবেশ। যা হউক অবশেষ যাওয়ার সময় হয়ে পড়ল তাই শেষ কথাটা বলে শুধু বিদেয় হলাম।

হযরত মুঃ সঃ নিজে কুড়ে ঘরে থেকে তার সাহাবীদের ভালো থাকার ব্যবস্থা করতেন। আর বাম তথা সেকুরা নিজেরা অট্টালিকায় থেকে অনুসারীদের কুড়ে ঘরে রাখে। কেননা তারা কুড়ে ঘরে না থাকলে তো পুজিই শেষ তাদের নেতাদের। এটাই হল বাম আর ইসলামের মধ্যে পার্থক্য।

বিষয়: বিবিধ

১১৯১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381823
১৩ ফেব্রুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:১৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
১৪ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ০৯:৩১
315677
চোরাবালি লিখেছেন : অনেকদিন পর ব্লগে ঢুকলাম কিন্তু লেখার মত তেমন কিছু পেলাম না, তাই ২০১৪সালের কাস্টমস হাউজের এই ঘটনাটা তুলে ধরলাম
381865
১৪ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৯:৫২
হতভাগা লিখেছেন :
হযরত মুঃ সঃ নিজে কুড়ে ঘরে তার সাহাবীদের ভালো থাকার ব্যবস্থা করতেন।


০ বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন ।
১৫ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ০৯:৪৯
315691
চোরাবালি লিখেছেন : হযরত মুহাম্মদ সঃ এর জীবনী আর তার সাহাবাদের তথা সে সময়ে আরবাসীর জীবন ব্যবস্থা পড়লেই বুঝতে পারবেন। --
একটু টাইপিং মিস্টেক আছে- এখানে হবে নিজে কুড়ে ঘরে থেকে
১৫ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৫:০৬
315707
হতভাগা লিখেছেন : কুড়ে ঘরে কি উনার স্ত্রীদেরকেও রাখতেন ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File