ফেসবুক বন্ধ হওয়ায় মনে হয় বেশ ভালই হয়েছে--

লিখেছেন লিখেছেন চোরাবালি ২৯ নভেম্বর, ২০১৫, ০৮:৪৩:১২ সকাল

ফেসবুক বন্ধ নিয়ে বেশ মাতামাতি ফাতাফাতি চলছে। আমার কিন্তু বেশ ভালই লাগছে।

দেশে এই ফেসবুকের কল্যানে দিনে কত গিগা ডাটা আজাইরা খরচ থেকে বেঁচে যাচ্ছে তার হিসেব নেই।

বাসায় গেলেই বউ মোবাইল হাতে নিয়েই ঘাটাঘাটি কোথায় কার সাথে কি লিখলাম এসব নিয়ে সে যন্ত্রণা বেশ লাগঘ হয়েছে

ব্লগে তো লেখা সবাই ভুলেই গিয়েছিল। ফেসবুক বন্ধের কারনে বেশ লেখা আসছে ব্লগে। আর এই ব্লগ থেকেই কিন্তু কমিউনির যাত্রার শুরু ডানপন্থী ব্লগারদের।

বিষয়: বিবিধ

১৪২১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351946
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৪৮
ঝরাপাতা লিখেছেন : ঠিক বলেছেন
351978
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তাইলে ফেসবুক বন্ধে বউ রা খুশি??
351989
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫১
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি ও নিয়মিত আসুন । Rose Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File