সড়ক তুমি নরক হয়ে ওঠো
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৯ নভেম্বর, ২০১৫, ০৫:৩২:৫৩ সকাল
অসাধারণ পরিবহণ চলছে আমাদের সাধারণ সড়কে। চলছে আর বলছে,
'কলকতা টু ত্রিপুরা দশঘন্টা মাত্র
সারা বাংলাদেশ এক রূপি মাত্র
কি আরাম আহাহা আহা
সারে জাঁহা সে আচ্ছা'।
কেউ কিছু করছে না, তাই বলে সড়ক তুমি চুপ থেকো না; চুপিচুপি দন্ত-'স'কে সরিয়ে দন্ত-'ন'কে বসিয়ে দাও! আর ডয়শূন্যকে রেখে বয়শূন্যকে কোলে নাও!
বিষয়: বিবিধ
১০০৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন